মুম্বইঃ ধূলোঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত মুম্বইয়ের বেশ কিছু অংশ। সোমবার মুম্বাই, থানে এবং সংলগ্ন অঞ্চলে ব্যাপক ধূলিঝড়, বজ্রপাত এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এদিন, ধূলোঝড়ের দাপটে ঘাটকোপার এলাকার একটি পেট্রোল পাম্পের হোর্ডিং পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। আহত ৭৪ জন। এই ঘটনায় আগেই শোকপ্রকাশ করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এ বার ক্ষতিগ্রস্থদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেন তিনি।
আজ, মঙ্গলবার সকালে সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে তিনি বলেন, "এটা ভীষণই দুঃখজনক একটি ঘটনা। আমি গতকাল ঘটনাস্থলে গিয়েছিলাম। আহতদের যাবতীয় চিকিৎসার খরচ সরকার দেবে। আর নিহতদের পরিবারের হাতে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে তুলে দেওয়া হবে।"
প্রসঙ্গত, ভেঙে পড়া হোর্ডিংটি বেআইনি বলে জানা গিয়েছে। পৌর কমিশনার ভূষণ গাগরানি সংবাদমাধ্যমকে এই কথা জানান। এই ঘটনার পর বেআইনি হোর্ডিং নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার কথাও জানিয়েছেন তিনি। ম্বাইয়ের সমস্ত হোর্ডিংয়ের লাইসেন্স পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।
#WATCH | Varanasi, UP: On the Ghatkopar hoarding collapse incident, Maharashtra CM Eknath Shinde says, " It is a painful and sad incident, I myself visited the spot yesterday. The government will bear all the expenses of the people injured in this incident. Rs 5 lakh as… pic.twitter.com/PxcNiTjb2b
— ANI (@ANI) May 14, 2024