নয়াদিল্লিঃ মুম্বইয়ে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০-৪০ টি গাড়িতে ধাক্কা মারল বাস। আহত ২৫ পথচারী, মৃত ৪। সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে কুরলা ওয়েস্টে। জানা গিয়েছে, বাসটি ছিল বৃহানমুম্বই ইলেক্ট্রিক সাপ্লাইয় বোর্ডের। আন্ধেরি থেকে কুরলার দিকে যাচ্ছিল বাসটি। পথে এই দুর্ঘটনা ঘটে। আচমকাই সামনে থাকা সারি সারি গাড়িতে ধাক্কা মারতে শুরু করে বাসটি। প্রায় ১০০ মিটার ধরে সামনে এগিয়ে চলে বাসটি। শেষে উঠে পড়ে ফুটপাথে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ পথচারীর। পরে হাসপাতালে মৃত্যু হয় একজনের। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় মুম্বইয়ের ডেপুটি কমিশনার বলেন, "কুরলার কাছে এই দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িতে ধাক্কা মারে একটি বাস। ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। আহত ৪। ইতিমধ্যেই বাস চালককে আটক করা হয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে বাসটি।" ব্রেক ফেল করে এই ঘটনা ঘটেছে বলে দাবি শিবসেনা বিধায়ক দিলীপ লান্ডের।
নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০-৪০ টি গাড়িতে ধাক্কা মারল বাস, মৃত ৪, আহত ২৫
Maharashtra: Four killed, 25 injured as bus rams into vehicles in Mumbai's Kurla West
Read @ANI | Story https://t.co/8JkXjK3ZQX#BEST #BusAccident #Mumbai #Kurla pic.twitter.com/AHT2ion8dW
— ANI Digital (@ani_digital) December 9, 2024