মুম্বই, ১৫ জুলাই: Mumbai actress alleges rape- মুম্বইয়ের এক অভিনেত্রী তাঁর বয়ফ্রেন্ডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন। ধর্ষণ ও শ্লীলতাহানীর অভিযোগে তাঁর বয়ফ্রেন্ডের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়ে সেই অভিনেত্রী মারাত্মক সব অভিযোগ আনলেন। ২০১৭ সালে এক শ্য়ুটিংয়ের সময় ৩৪ বছরের এক অভিনেতার সঙ্গে ২৬ বছরের সেই অভিনেত্রীর পরিচয় হয়।
সেই অভিনেতার বাড়ি নয়ডা। নিজের বিয়ের কথা লুকিয়ে তাঁর সঙ্গে ঘনিষ্ঠতায় জড়ান, তারপর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়েন। মুম্বইয়ের ২৬ বছরের সেই অভিনেত্রী এমন অভিযোগ পুলিশের কাছে দায়ের করেছেন। আরও পড়ুন-শাহরুখ খানের সিনেমার নায়িকা, তারকা ক্রিকেটারের প্রাক্তন গার্লফ্রেন্ড এখন অটো চড়ে বাড়ি ফিরছেন
গত কয়েক মাস ধরে বিয়ের কথা বললে তাঁর বয়ফ্রেন্ড এড়িয়ে যাচ্ছিলেন। এবং তাঁর সঙ্গে যোগাযোগ রাখতে রাজি ছিলেন না। সেখান থেকেই সন্দেহ হয় সেই মহিলা অভিনেত্রীর। তারপর খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁর বয়ফ্রেন্ড আসলে বিবাহিত এবং অনেকের সঙ্গেই এমন প্রতারণা করেছেন। এর আগে তাঁকে তাঁর বয়ফ্রেন্ড অন্য কোনও মডেল বা অভিনেতার সঙ্গে যোগাযোগ করলে অশান্তি ও গায়ে তুলতেন বলেও এই অভিনেত্রীর অভিযোগ। পুলিশ জানায়, ''গত শনিবার মহিলার অভিযোগ খতিয়ে দেখার পর অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 (2) (n), 323, 504 এবং 506 ধারায় মামলা দায়ের করা হয়েছে। সে এখন মুম্বইয়ে না থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। ওর খোঁজ চলছে।''