নয়া দিল্লি, ১৬ সেপ্টেম্বরঃ গ্যাংস্টার তথা রাজনীতিবিদ মুখতার আনসারির (Mukhtar Ansari) মৃত্যু হৃদরোগেই হয়েছে। জেলের মধ্যে ধীরে ধীরে বিষ প্রয়োগ (Slow Poisoning) করে খুনের তত্ত্ব উড়িয়ে দিয়ে এমনটাই জানাল উত্তরপ্রদেশের বান্দা জেলার ম্যাজিস্ট্রেট। রিপোর্ট বলছে, মুখতার আনসারির ময়নাতদন্তের রিপোর্ট পুনরায় খতিয়ে দেখে হৃদরোগের প্রমাণই মিলেছে।
গত ২৮ মার্চ মৃত্যু হয় জেলবন্দি আনসারির। জেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় হৃদরোগ আক্রান্ত (Heart Attack) হয়ে মৃত্যু হয়েছে বলেই জানানো হয়। তবে বাবার হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুর তথ্য মানতে নারাজ ছিল তাঁর ছেলে উমর আনসারি। ছেলের অভিযোগ ছিল, জেলের মধ্যে ধীরে ধীরে বিষ প্রয়োগ করা হচ্ছিল তাঁর বাবার শরীরে। এমন বিস্ফোরক অভিযোগের পরেই বান্দার জেলা ম্যাজিস্ট্রেট এই বিষয়ে একটি তদন্তের নির্দেশ দিন। সেই তদন্তের রিপোর্ট বিষ প্রয়োগের তত্ত্ব খারিজ করে আনসারির মৃত্যুর জন্যে হৃদরোগকেই চিহ্নিত করেছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে এই রিপোর্ট উত্তরপ্রদেশের সচিবালয়ে পাঠানো হয়েছে।
সূত্রের খবর, তদন্তের সময় মুখতার আনসারির ব্যারাক থেকে পাওয়া নুন, গুড় এবং ছোলার নমুনাগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। যার কোনটিতেই কোনও বিষাক্ত পদার্থের উপস্থিতি মেলেনি। মুখতার আনসারির ব্যারাকে মোতায়েন করা নিরাপত্তাকর্মীরা জানাচ্ছেন, কারাগারের চিকিৎসক, বান্দা মেডিকেল কলেজ যেখানে আনসারির চিকিৎসা চলেছিল এবং তাঁর ময়নাতদন্ত পরিচালনাকারী ডাক্তারদের প্যানেল প্রত্যেকেই বিষ প্রয়োগের তত্ত্ব উড়িয়ে দিয়েছে।
জেলবন্দি থাকা অবস্থায় গ্যাংস্টার তথা রাজনীতিবিদ মুখতারা আনসারির মৃত্যুর খবরে তোলপাড় হয়েছিল গোটা দেশ। মৃত্যুর কারণ হিসাবে হৃদরোগকে চিহ্নিত করা হলেও তাঁর পরিবারের অভিযোগ ছিল, জেলের মধ্যে বিষ প্রয়োগে খুন করা হয়েছে মুখতারকে। মৃত রাজনীতিবিদের পরিবারের তরফে ওঠা এমন বিস্ফোরক অভিযোগ খতিয়ে দেখে ময়নাতদন্তের রিপোর্ট পুরনায় বিবেচনা করে উত্তরপ্রদেশের বান্দা জেলা ম্যাজিস্ট্রেট।