মুকেশ আম্বানি। (Photo Credits: Facebook)

মুম্বই, ১৪ জুলাই: রিলায়েন্স সংস্থায় (Reliance) একের পর এক বিদেশি বিনিয়োগের ফলে সম্পদের পরিমাণ এক ধাক্কায় বৃদ্ধি পেল মুকেশ আম্বানির (Mukesh Ambani)। সেই সঙ্গে সোমবার পৃথিবীর ষষ্ঠ ধনীব্যক্তি (6th Richest Man) হিসেবে উঠে এলেন তালিকায়। ভারতের শীর্ষ শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫.৪৪ লাখ কোটি টাকা। এর ফলে একমাত্র এশীয় হিসেবে তিনি ঢুকে পড়লেন বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় ৬ নম্বরে, এমনটাই জানিয়েছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স।

ভারতের এই ধনকুবে সম্পদের দৌড়ে অ্যালফাবেটের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজকে পিছনে ফেলে দিয়েছেন। এই সংস্থার ডিজিটাল ইউনিট জিও প্ল্যাটফর্মে সম্প্রতি বিদেশি বিনিয়োগ টেনে লাভের মুখ দেখেছেন মুকেশ। দেশে যখন কোটিপতি শিল্পপতিরা শেয়ার বাজারে ধাক্কা খাচ্ছেন সেই সময় মুকেশের সংস্থাই শেয়ার বাজারে প্রায় দ্বিগুণ লাভ করেছে। এর আগে ১০ জুলাই তিনি ওয়ারেন বুফেকে পিছনে ফেলে সপ্তম স্থান অর্জন করেন।

আরও পড়ুন, হেমতাবাদের মৃত বিজেপি বিধায়কের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ, আত্মহত্যা বলেই জানালেন বিশেষজ্ঞরা

উল্লেখ্য, ঋণমুক্ত সংস্থা হিসেবে রিলায়েন্সকে ঘোষণার পর তাঁর সংস্থার শেয়ারের দরও বাড়তে থাকে পাল্লা দিয়ে। রিলায়েন্স বুধবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৪৩তম বার্ষিক সভা করবে। সেখানে এই সাফল্যের কথা নিশ্চয় উল্লেখ করবেন মুকেশ আম্বানি। তাঁর সম্পত্তি বর্তমানে ৭২.৪ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় ধনী ব্যক্তিদের তালিকায় আছেন আজিম প্রেমজি, তাঁর সম্পত্তির পরিমাণ ১৬.৯ বিলিয়ন মার্কিন ডলার। এরপর রয়েছেন শিব নাদার (১৫.৮ বিলিয়ন মার্কিন ডলার), গৌতম আদানি (১২.৬ বিলিয়ন মার্কিন ডলার), রাধাকৃষ্ণ দামানি (১১.৮ বিলিয়ন মার্কিন ডলার) ও সাইরাস পুনাওয়ালা (১১.৮ বিলিয়ন মার্কিন ডলার)।