Muhammad Yunus, Narendra Modi (Photo Credits: X)

কদিন আগেই সরকার বিরোধী আন্দোলনের জেরে উত্তাল চেহারা নিয়েছিল ভারতের পড়শি দেশ বাংলাদেশ (Bangladesh)। গণআন্দোলনের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা (Sheikh Hasina)। তাঁর নিরাপদ আশ্রয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত ভারতের থাকবেন হাসিনা, নয়া দিল্লির আগেই তরফে সেই সিদ্ধান্ত জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। হাসিনা দেশ ছাড়ার পর নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গঠিত হয়। তবে পদ্মপারের দেশে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও এখনও পুরোপুরি শান্তি ফেরেনি সেখানে। রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার অত্যাচারের ঘটনা ঘটে চলেছে। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে ফোনে কথা বললেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। দেশেজুড়ে অন্তর্বর্তী দ্বন্দের পরিস্থিতি সামলাতে নয়া দিল্লির উপরেই বিশ্বাস রাখল বাংলাদেশ। ইউনুসের সঙ্গে ফোনালাপের বিষয়টি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদী। সেই সঙ্গে নমো এও জানান, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ইউনুস (Muhammad Yunus)।

অত্যাচেরের জেরে সে দেশের সংখ্যালঘু হিন্দুরা নিজেদের ভিটেমাটি ছেড়ে এক কাপড়ে ভারতে আশ্রয় নিতে মরিয়ে হয়ে উঠেছেন। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে বাংলাদেশের এই ফোনালাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মোদীর টুইট... 

নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) সঙ্গে ফোনে কথা বলার এবং ঢাকার প্রতি নয়া দিল্লির পূর্ণ সমর্থনের বিষয়টি উল্লেখ করে এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, 'বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুস আমায় টেলিফোন করেছিলেন। সেদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন জানিয়েছি। বাংলাদেশের হিন্দু ও সকল সংখ্যালঘুদের সুরক্ষা, নিরাপত্তা প্রদানের বিষয়ে আশ্বাস দিয়েছেন ইউনুস'।