নয়াদিল্লিঃ মুখ্যমন্ত্রী(Chief Minister) পদ থেকে ইস্তফা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। এবার দিল্লির মসনদে বসছেন অতীশি মারলেনা(Atishi Marlena)। আর তাতেই বিতর্কের সুর রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের(Swati Maliwal ) গলায়। অতিশীর পরিবারকে টেনে এ বার কটাক্ষ করতে ছাড়লেন না স্বাতী। সঙ্গে দিল্লির জন্য দুর্দিন আসছে বলেও দাবি করেন তিনি। এ দিন আপ সাংসদ বলেন, "আজ দিল্লির জন্য একটি অত্যন্ত দুঃখের দিন৷ নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছে্ন অতীশি, যার নিজের পরিবার সন্ত্রাসবাদী আফজল গুরুকে মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘ যুদ্ধ করেছে। তাঁর বাবা-মা একাধিক বার রাষ্ট্রপতিকে অনুরোধ জানান যাতে আফজল গুরুর ফাঁসি না হয়। তাঁদের দাবি আফজল নাকি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। এই পরিবারের মেয়ে মুখ্যমন্ত্রী? ভগবান দিল্লিবাসীকে রক্ষা করুন এই প্রার্থনা করি।" এখানেই থেমে থাকেননি তিনি, ভাবি মুখ্যমন্ত্রী অতিশীকে বিদ্রুপ করে তিনি বলেন, "অতিশী মুখ্যমন্ত্রী না সরকারের কাঠ পুতুল হবেন তা সবাই জানে।" প্রসঙ্গত, এই স্বাতী মালিয়ালই কেজরিওয়ালের আপ্তসহায়ক বৈভব কুমারের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ আনেন।
অতিশীর দিল্লির মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে কটাক্ষ স্বাতী মালিওয়ালের
Delhi: Rajya Sabha MP Swati Maliwal says, "Today is a very sad day for Delhi. The city is about to have a Chief Minister, Atishi, whose own family fought a long battle to save terrorist Afzal Guru from the death penalty..." pic.twitter.com/7QJlHkFR5p
— IANS (@ians_india) September 17, 2024