MP: নিজের বাবার সঙ্গে স্ত্রী-য়ের শারীরিক সম্পর্ক দেখে ক্ষুব্ধ স্বামী কুপিয়ে খুন করল দু জনকেই
খুনের প্রতীকী ছবি (Photo Credits: IANS)

জবলপুর, ৩ জুলাই: স্বামী কাজ থেকে ফিরে দেখে আপত্তিকর ঘনিষ্ঠ অবস্থায় (

objectionable position) যৌনতায় মত্ত তার বাবা ও স্ত্রী। সেই রাগে কুড়ুল দিয়ে কুপিয়ে নিজের বাবা ও স্ত্রী-কে খুন করল ৩৫ বছরের এক ব্যক্তি। শ্বশুর-বউমা-র মধ্যে শারীরিক সম্পর্কের জেরে খুনের এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জবলপুরে (Jabalpur)। শ্বশুরের বয়স ছিল ৬২, তাঁর বৌমা-র বয়স ৩২। আরও পড়ুন: উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি

সন্তোষ লোধী (Santosh Lodhi) (৩৫) নামের খুন করা সেই ব্যক্তি পুলিশকে জানান, তার বাবা (অমন লোধী) (Aman Lodhi) র সঙ্গে স্ত্রী (কবিতা) (Kavita)-র যৌনতার ঘটনা মেনে নিতে না পেরেই তিনি খুন করেন দুজনকে। শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে গোকালহার গ্রামে এই ঘটনাটি ঘটে।

সন্তোষের এক আত্মীয় দুজনের খুনের ঘটনার কথা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে ঘরের মধ্যে রক্তে কার্যত ভেসে যাওয়া অবস্থায় দুটি মৃতদেহ পড়ে আছে। সন্তোষ তখন মাথায় হাত দিয়ে দরজার চৌকাঠে বসেছিল। সন্তোষকে গ্রেফতার করা হয়েছে। সে খুনের কথা স্বীকার করে। পুলিশ তদন্ত শুরু করেছে। খুনের পিছনে অন্য কোনও মোটিভ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।