
নয়াদিল্লিঃ চলছে ভারত-পাক সংঘর্ষবিরতি (India Pakistan Ceasefire)। ধীরে ধীরে শান্তি ফিরছে জম্মু কাশ্মীরে (Jammu and Kashmir)। নেই বিস্ফোরণের শব্দ, আকাশে উড়ছে না কোনও ড্রোন (Drone) ধীরে ধীরে বিভীষিকাময় রাত থেকে মুক্তি পাচ্ছে কাশ্মীরবাসী। রবিবার সেনার অতন্দ্র প্রহরায় শান্তির রাত কাটাল সীমান্তবর্তী এলাকার মানুষজন। শান্ত কাশ্মীরের রাজৌরি, আখনুর সেক্টরসহ ফিরোজপুর ও অন্যান্য এলাকা। রবিবার রাতে কোনও হিংসার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ভারতীয় সেনা।
স্বাভাবিক ছন্দে ফিরছে কাশ্মীর, শান্ত সীমান্ত
সেনার তরফে জানানো হয়েছে, "রবিবার রাতে জম্মু কাশ্মীরে শান্ত পরিস্থিতি। নতুন করে কোনও অশান্তির ঘটনা ঘটেনি। শান্ত এলাকা। স্বাভাবিক জীবনযাপন করছেন স্থানীয়রা।" উল্লেখ্য, শনিবার দুপুরে পাকিস্তানের তরফে যুদ্ধবিরতির আর্জি জানানো হয় পাকিস্তানের তরফে। সেই সংঘর্ষ বিরতিতে সম্মতি জানায় ভারত। শনিবার বিকেল পাঁচটার পর থেকে শুরু হয় যুদ্ধবিরতি। কিন্তু সেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে রাত ৮ টার পর ফের গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। উধমপুর,শ্রীনগরসহ কাশ্মীরের একাধিক এলাকায় হামলা হয়, শোনা যায় বিফোরণের শব্দ। ব্ল্যাক আউট করে দেওয়া হয় বহু এলাকা। শনিবার রাতে সাংবাদিক সম্মেলন করে বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেন, "সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে কয়েকঘণ্টার মধ্যেই বিনা প্ররোচনায় গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারত। ড্রোন হামলায় মৃত্যু হন বিএসএফের সাব-ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজের।"
কাটছে 'বিভীষিকাময় রাত',শান্তি ফিরছে কাশ্মীরে, দেখুন ভিডিয়ো
#WATCH | Morning visuals from Jammu and Kashmir's Akhnoor
As per the Indian Army, "The night remained largely peaceful in Jammu and Kashmir and other areas along the international border. No incident has been reported, marking the first calm night in recent days" pic.twitter.com/ZHiEWvqtor
— ANI (@ANI) May 12, 2025