নয়াদিল্লিঃ সাতসকালে দিল্লির (Delhi) স্কুলে বোমাতঙ্ক(Bomb Threat)। সকাল থেকে রাজধানীর ৫০ টির বেশি স্কুলে ছড়াল বোমাতঙ্ক। স্কুলগুলিতে ইমেলের মাধ্যমে হুমকি আসে বলে খবর। খবর পেয়েই স্কুলগুলিতে হাজির পুলিশ ও বোম্ব স্কোয়াড। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার দিল্লির বুকে এই ঘটনা ঘটল। জানা গিয়েছে, এদিন সকালে ‘টেরোরাইজারস ১১১১’ নামে একটি ই-মেল আইডি থেকে মেল পাঠানো হয়। হুমকি মেলের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষের কাছে ২৫ হাজার মার্কিন ডলার দাবি করা হয়। সঙ্গে সঙ্গে স্কুলগুলির তরফে খবর দেওয়া হয় পুলিশে। বোম্ব স্কোয়াড নিয়ে স্কুলগুলিতে পৌঁছয় পুলিশ। শুরু হয় তল্লাশি। যদিও এখনও পর্যন্ত তল্লাশি অভিযানে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি।
দিল্লির স্কুলে ফের বোমাতঙ্ক, ঘটনাস্থলে হাজির বোম্ব স্কোয়াড
উল্লেখ্য, গত সোমবারই ল্লির ৩২টি স্কুলে একইরকম হুমকি মেল আসে। পড়ুয়াদের তড়িঘড়ি বাড়ি পাঠিয়ে তল্লাশি চালানো হয়। জানা যায়, ‘দ্য টেরোরাইজারস ১১১ গ্রুপ।’ ক্রিপ্টোকারেন্সিতে ৫০০০ ডলার দাবি করে তারা। উল্লেখ্য, দিল্লিতে এই ঘটনা নতুন নয়। চলতি বছরের মে মাসে দিল্লির ৩০০ স্কুলে মেলের মাধ্যমে বোমাতঙ্ক ছড়ায়। পরে সেই মেল ভুয়ো প্রমাণিত হয়।
সাত সকালে দিল্লিজুড়ে বোমাতঙ্ক, ৫০ টি স্কুলে এল হুমকি মেল
Delhi School Bomb Threat: Over 50 Schools Receive Threat Mails Across National Capital; ‘Terrorisers Group’ Demands USD 25,000 in Cryptocurrency#DelhiSchoolBombThreat #BombThreat #Terrorisers
— LatestLY (@latestly) August 20, 2025
Read: https://t.co/2Ug2IeW6VF
— LatestLY (@latestly) August 20, 2025