BLO Join SIR Process (Photo Credit: X@the_hindu)

SIR Enumeration Forms: দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় পর্যালোচনার (Special Intensive Revision - SIR) কাজ শুরু হয়েছে। SIR-এর দ্বিতীয় দফায় এখনও পর্যন্ত ৫০ কোটিরও বেশি ভোটারের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছে দেওয়া হয়েছে। এমন কথাই জানাল নির্বাচন কমিশন। SIR Phase II-তে বাংলায় ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার এনুমারেশন ফর্ম ভোটারদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাংলায় মোট ৮০ হাজার ৬৮১ জন বিএলও বা বিএলএ এই কাজটি করলেন। ভবিষ্যৎ নির্বাচনগুলোর আগে ভোটার তালিকা আপটেড ও বিশুদ্ধ করার লক্ষ্যে নির্বাচন কমিশন এই উদ্যোগ নিয়েছে। এই ইমুনারেশন ফর্ম বা গণনাপত্রের মাধ্যমে ভোটার তালিকায় নতুন নাম যুক্ত করা, ভুল সংশোধন, কিংবা প্রয়োজনীয় ক্ষেত্রে নাম বাদ দেওয়ার মতো কাজগুলো আরও নির্ভুলভাবে সম্পন্ন করা হবে। বিহারের পর দেশের যে ১২টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে দ্বিতীয় দফায় SIR-হচ্ছে সেগুলি হল- ১) পশ্চিমবঙ্গ, ২) উত্তর প্রদেশ, ৩) গুজরাট, ৪) তামিলনাড়ু, ৫) রাজস্থান, ৬) মধ্যপ্রদেশ, ৭) কেরল, ৮) ছত্তিশগড়, ৯) গোয়া, ১০) লাক্ষাদ্বীপ, ১১) আন্দামান ও নিকোবর, ১২) পুদুচেরি।

কীভাবে চলছে কাজ

বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম সংগ্রহ ও যাচাই করছেন। ভোটারদের নাম, বয়স, ঠিকানা, EPIC নম্বরসহ প্রয়োজনীয় তথ্য পূরণ করে জমা দিতে বলা হয়েছে। SIR-এর দ্বিতীয় দফায় ২০২৬ সালের ১ জানুয়ারি বা তার আগে ১৮ বছরে পা দেওয়া নাগরিকদের প্রথমবারের মতো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্য রাখা হয়েছে। এ জন্য বিশেষ ক্যাম্প, সচেতনতা কর্মসূচি ও সহায়তা কেন্দ্রও চালু করা হয়েছে। প্রক্রিয়াটি অন্তর্ভুক্তিমূলক করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রবীণ নাগরিক, তৃতীয় লিঙ্গ এবং শারীরিকভাবে প্রতিবন্ধী ভোটারদের ওপর।

কেন করা হচ্ছে SIR

নির্বাচন কমিশনের দাবি, SIR-এর মূল উদ্দেশ্য হলো ডুপ্লিকেট এন্ট্রি, মৃত ভোটারের নাম এবং অযোগ্য ব্যক্তিদের নাম সরিয়ে তালিকা শুদ্ধ করা, যাতে নির্বাচন সঠিক হয়। পাশাপাশি যারা ১৮ বছর পূর্ণ করেছে কিন্তু তালিকায় নেই, তাদের যুক্ত করা,যেমন ২০২৬-এর ১ জানুয়ারি পর্যন্ত যোগ্য নতুন ভোটারদের। সংবিধান অনুসারে শুধুমাত্র দেশের নাগরিকরাই ভোট দিতে পারেবেন। SIR দিয়ে এটি যাচাই করা হয়, যাতে অযোগ্য কেউ তালিকায় না থাকে। বুথস্তরের অফিসার (BLO) দিয়ে ঘরে-ঘরে সার্ভে করে নতুন এনুমারেশন ফর্ম সংগ্রহ করা, যা নিয়মিত রিভিশনের চেয়ে গভীর।