গত বছর গুজরাটের মোরবিতে ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় চার্জশিট পেশ করা হল। গত বছর ৩০ অক্টোবর সন্ধ্যায় মচ্ছু নদীর উপর ভেঙে পড়ে ১৩৪ জনের মৃত্যু হয়। এই ব্রিজ বিপর্যয়ে মোট ১২৬২ পাতার চার্জশিটে প্রধান অভিযুক্ত হিসেবে থাকল ওরেভা প্রধান জয়সুখ প্যাটেলের নাম। যিনি এখনও পলাতক।

অজন্তা ঘড়ির প্রস্তুতকারক ওরেভা গ্রুপকে মোরাবি ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ১৫ বছরের জন্য ওরেভা কোম্পানিকে দেওয়া হয়েছিল। ২০২২ সালের মার্চে এটি সংস্কারের জন্য জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর ফের ২৬ অক্টোবর গুজরাটি নববর্ষে এটি খুলে দেওয়া হয়। এরপরই হয় ভয়াবহ বিপর্যয়। যার মাশুল গুণতে হয় ১৩৪ জনের প্রাণে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে হওয়া এই দুর্ঘটনায় মাথা হেঁট হয় দেশের।

দেখুন টুইট