Narendra Modi (Photo Credits: ANI)

নয়াদিল্লি, ২১ জুলাইঃ সোমবার, ২১ জুলাই থেকে সংসদে শুরু হল বাদল অধিবেশন (Monsoon Session)। এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সংসদ চত্বরে সংবাদমাধ্যমের সামনে বাদল অধিবেশনের সম্ভাব্য আলোচ্যসূচি নিয়ে বক্তব্য রাখলেন নমো। শুরুতেই বর্ষার আগমনকে স্বাগত জানিয়ে এই মরসুমকে নতুন সৃষ্টির প্রতীক হিসাবে চিহ্নিত করেছেন তিনি। কৃষি কাজে বর্ষাকালের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরলেন তিনি। প্রধানমন্ত্রী বললেন, কৃষকদের অর্থনীতি, দেশের অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি এবং শুধু তাই নয়, প্রতিটি পরিবারের অর্থনীতির জন্য বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংসদে শুরু হল বাদল অধিবেশন

বাদল অধিবেশনকে বিজয়ের উদযাপন হিসাবে চিহ্নিত করেছেন মোদী। পহেলগামের সন্ত্রাস হামলার (Pahalgam Terror Attack) প্রতিবাদে পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে ভারতীর সেনাবাহিনীর 'অপারেশন সিঁদুর' অভিযানের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বললেন, গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি দেখেছে। অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনী যে লক্ষ্য নির্ধারণ করেছিল তা ১০০% অর্জন করেছে। এই অভিযানের অধীনে ২২ মিনিটের মধ্যে সন্ত্রাসীদের বড়বড় মাথাদের বাড়িঘর মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল। ভারতে তৈরি সামরিক শক্তির এই নতুন রূপের প্রতি আজ গোটা বিশ্ব আকৃষ্ট। ভারতের তৈরি অস্ত্রের প্রতি বিশ্বের আকর্ষণ বাড়ছে।

সংসদে এসে পৌঁছেছেন মোদী

২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন মোদী। তাঁর শাসনকালের আগে বিশ্ব অর্থনীতিতে ভারত দশ নম্বরে ছিল। বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির স্থান দখলের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেন তিনি।

বর্ষা নতুন সৃষ্টির প্রতীক, বললেন প্রধানমন্ত্রী

২০২৬ সালের আগে ভারতকে নকশাল-মুক্ত করা হবে, সেই সংকল্পের কথা আগেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বাদল অধিবেশনের শুরুতেই সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, 'আজ আমাদের নিরাপত্তা বাহিনী নতুন আত্মবিশ্বাস এবং নকশালবাদের অবসানের সংকল্প নিয়ে এগিয়ে চলেছে। অনেক জেলা আজ নকশালবাদ মুক্ত। আমরা গর্বিত যে ভারতীয় সংবিধান নকশালবাদের বিরুদ্ধে বিজয়ী হয়ে উঠছে। 'লাল করিডোর' ধীরে ধীরে 'সবুজ বৃদ্ধি অঞ্চলে' রূপান্তরিত হচ্ছে'।