
Lightning and Thunderstorms: গত ২৪ ঘণ্টায় বজ্রপাতের (Lightning and Thunderstorms) অভিশাপ নেমে এল দেশের বুকে। প্রচণ্ড ঝড়বৃষ্টির মাঝে গত একদিনে দেশের পাঁচটি রাজ্য মিলিয়ে কমপক্ষে ২৫ জন মানুষ বজ্রপাতের কারণে প্রাণ হারালেন। উত্তরপ্রদেশ, গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র এবং হিমাচলপ্রদেশে বৃষ্টির মাঝে বজ্রপাতে বহু মানুষ মারা গেলেন ও জখম হলেন। মহারাষ্ট্রের রত্নাগারি, রায়গড় এবং সিন্ধুদুর্গে ৮ জন বাজের আঘেত মারা গেলেন। ইউপি-র বালিয়ায় ১৩ বছরের এক কিশোরী বজ্রপাতে মারা যায়। একই কারণে জেলা হাসপাতালে ভর্তি ২ জন।
বিজনোরে বৃষ্টির জমা জলে স্নান করার সময় তিনজন প্রাণ হারালেন। সম্বলে মাঠে চাষ করার সময় বাজের আঘাতে ৬ জন জখম হলেন। আলিগড়ে এক নাবালিকা বজ্রপাতের কারণে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। গুজরাটের রাজকোট বজ্রঘাতে একজন মারা যায় ও ১৪টি ছাগল তড়িতাঘাতে প্রাণ হয়।
দেশে যেন বজ্রপাতের অভিশাপ
A series of severe rains accompanied by severe #lightning and #thunderstorms triggered by early monsoon activity have claimed the lives of at least 25 people across several states in India, with most fatalities being caused by lightning strikes. The incidents have been reported… pic.twitter.com/iA64xvNFzo
— IndiaToday (@IndiaToday) June 15, 2025
প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে দেশের রাজধানীও বিপর্যস্ত। দিল্লির সফদরজঙ এনক্লেভে প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে ১০০ ফুট মোবাইল টাওয়ার ভেঙে পড়ল। তবে এই ঘটনায় কেউ হাতহত হননি। তবে ঝড়ে দিল্লির আরকে পুরামে বিদ্য়ুতের খুঁটির ওপর গাছ পড়ে বিহার থেকে আসা দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।