Himachal Rain Update (Photo Credit: X@BreakinNewz01)

Himachal Pradesh Flood: এবারের মত ঘাতক বর্ষা সাম্প্রতিককালে দেখেনি হিমাচলপ্রদেশ। বেশ কয়েকবার মেঘভাঙা বৃষ্টি থেকতে হড়পা বান, ভূমিধসে জেরবার হিমাচল। উত্তর ভারতের ছবির মত সুন্দর এই রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী কর্তৃপক্ষের (HPSDMA) তথ্য অনুযায়ী, ২০ জুন থেকে এখন পর্যন্ত মোট ২৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩৩ জন মারা গেছেন সরাসরি বৃষ্টিজনিত দুর্ঘটনায়—ভূমিধস, আকস্মিক বন্যা, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ও ডুবে যাওয়ার মতো ঘটনায়। পাশাপাশি ১২৪ জনের মৃত্যু হয়েছে বিভিন্ন সড়ক দুর্ঘটনায়।

পাশাপাশি বর্ষার মরসুম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত রাজ্যে ৩৩১ জন আহত হয়েছেন এবং অন্তত ৩৭ জন নিখোঁজ রয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, টানা বর্ষণ এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। প্রশাসন সতর্কবার্তা জারি করে পর্যটক ও স্থানীয়দের সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

হিমাচলে বন্যার ভয়াবহ ভিডিও

কীভাবে নেমে এল বন্যা, ভূমি ধস

২০২৫ সালে হিমাচল প্রদেশে প্রাকৃতিক দুর্যোগের পাঁচটি উল্লেখযোগ্য ঘটনা:

১) আগস্ট ২০২৫, শিমলা: রাত ১০:১৫-এ মেঘভাঙা বৃষ্টি, নোগলি নালায় বন্যা, পাব্বর নদীতে গাড়ি পড়ে ৩ তরুণের মৃত্যু, ৫৩৩টি রাস্তা বন্ধ।

২) জুলাই ২০২৫, মান্ডি জেলা: মেঘফাটা বৃষ্টি ও আকস্মিক বন্যায় গোহার এলাকায় ৯ জন নিখোঁজ, এসডিআরএফ ও এনডিআরএফ উদ্ধার তৎপরতা চালায়।

৩) জুন ২০২৫, কুলু ও কাংরা: মেঘভাঙা বৃষ্টির কারণে সাইঞ্জ উপত্যকায় জীবা নদীতে আকস্মিক বন্যা, ২ জনের মৃত্যু, ২০ জন নিখোঁজ।

৪) জুলাই ২০২৫, মান্ডি ও কাংরা: টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ৫১-৭০ জনের মৃত্যু, ২২ জন নিখোঁজ, ৪০০ কোটি টাকার ক্ষতি।

৫) ফেব্রুয়ারি ২০২৫, কুলু ও সিমলা: ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধস, রাস্তা ও যানবাহন ক্ষতিগ্রস্ত, সতর্কতা জারি।

বিশেষজ্ঞদের মত: মাত্র এক মাসের বর্ষায় ১৯টি মেঘভাঙা বৃষ্টি ও ২৩টি চকিত বন্যায় ৭৮ জনের মৃত্যু, হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। পরিবেশবিদরা অপরিকল্পিত নির্মাণ ও জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন।