নয়াদিল্লিঃ বৃষ্টি বিধ্বস্ত মুম্বইয়ে (Mumbai) এবার মনোরেল (Monorail)বিপত্তি। বিদ্যুৎ বিভ্রাটের জেরে দুই স্টেশনের মাঝে আটকে গেল মনোরেল। প্রায় ৪ ঘণ্টার বেশি অভিযান চালিয়ে ক্রেনের সাহায্যে উদ্ধার করা হো=ল ৫০০ জন যাত্রীকে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের চেম্বুর ও ভক্তি পার্ক স্টেশনের মাঝে।
জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বৃষ্টিজনিত কারণে রেল পরিষেবা বিঘ্নিত হওয়ায় মনোরেলে অতিরিক্ত ভিড় হয়েছিল। ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়া সময় আচমকাই আটকে পড়ে যাত্রীবোঝাই মনোরেলটি। এরই মাঝে চলে যায় বিদ্যুৎ। স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। প্রায় দেড় ঘণ্টা দেরিতে শুরু হয় উদ্ধারকার্য এমনটাই দাবি যাত্রীদের। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েন ১২ জন যাত্রী। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, ব্রিজের উপর একদিকে হেলে পড়ে মনোরেলটি। এরই মাঝে বিদ্যুৎ চলে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি। এছাড়া ঘটনাস্থলে পৌঁছয় দমকল। এরপর স্কাই ল্যাডারের সাহায্যে যাত্রীদের উদ্ধার করা হয়। এই ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। অন্যদিকে অতিরিক্ত ভিড়ের দায় স্বীকার করেছেন উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
বিদ্যুৎ বিভ্রাটের জেরে ব্রিজের উপর ঘণ্টার পর ঘণ্টা আটকে যাত্রীবোঝাই মনোরেল, আতঙ্কে যাত্রীরা
Mumbai Monorail Incident | Out of 582 rescued passengers, suffocation of 23 passengers were treated onsite by the onboard doctor of the 108 ambulance and allowed to go. 2 patients were sent to Sion Hospital. As per information from Dr.Mukesh, AMO, Sion Hospital, two persons-… https://t.co/tvks4QwCqq
— ANI (@ANI) August 20, 2025