Monkeypox (Photo Credit: File Photo)

দিল্লি, ২৪ জুলাই: কেরলে (Kerala) পরপর ৩ জনের শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়েছে। মাঙ্কিপক্সে যাঁরা আক্রান্ত, সেই ৩ জনকে কড়া নজরদারিতে রাখা হয়েছে। ওই ৩ জনের শরীরে থেকে যাতে আর কোনওভাবে কেউ আক্রান্ত না হন, সে বিষয়ে তৎপর রাজ্যের স্বাস্থ্য দফতর। এমনকী, মাঙ্কিপক্স (Monkeypox) আক্রান্তদের পরিবারের উপরও নজর রাখা হয়েছে। গোষ্ঠী সংক্রমণ রুখতে মাঙ্কিপক্সে আক্রান্তদের ২১ দিন নিভৃতবাসে রাখা হয়েছে। এমন জানান কেরলের সরকারি মেডিকেল কলেজের এক চিকিৎসক।

তিনি বলেন, কেরলের যে ৩ জন মাঙ্কিপক্সে আক্রান্ত, তাঁদের পরিবারের সদস্যদের সংক্রমিত হওয়ার আশঙ্কা মাত্র ১০ শতাংশ। কিন্তু সতর্কতা অবলম্বন করলে, পুষ্টিকর খাবার খেলে, এই রোগ এড়ানো সম্ভব বলেও জানান ওই চিকিৎসক। শুধু তাই নয়, চিকেন পক্স এবং হামের মতই মাঙ্কিপক্সের সমস্ত উপসর্গ বলেও কেরলের ওই চিকিৎসকের তরফে জানানো হয়।

আরও পড়ুন: Monkeypox: ছড়াচ্ছে মাঙ্কিপক্স, পুরুষ সমকামীদের ফের সাবধান করল WHO

প্রসঙ্গত, কেরলের পর রবিবার দিল্লিতেও (Delhi) ধরা পড়ে মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ। বছর ৩১-এক এক যুবক রবিবার জ্বর এবং শরীরে ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হন। ওই যুবকের বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই বলে জানানো হয়েছে।