মুম্বই, ৪ ডিসেম্বর: রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) ছয় সদস্যের মনিটারি পলিসি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে রেপো রেট ৪ শতাংশ। একই সঙ্গে রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশে অপরিবর্তত রাখা হয়েছে বলে জানালেন আরবিআই-র গভর্ণর শক্তিকান্ত দাস।
আজ সাংবাদিক বৈঠকে শক্তিকান্ত দাস বলেন, "রেপো হার অপরিবর্তিত ৪ শতাংশ রাখতে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে মনিটারি পলিসি কমিটি (MPC)। তারা উপযুক্ত স্থিতি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। এমপিসি কমপক্ষে চলতি অর্থবছর এবং পরবর্তী বছর পর্যন্ত মুদ্রানীতিতে স্থিতিশীল অবস্থানগুলি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে, স্থিতিশীল ভিত্তিতে বৃদ্ধিকে পুনরুদ্ধার করতে এবং করোনভাইরাসের প্রভাব হ্রাস করার পাশাপাশি মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।" শক্তিকান্ত দাস যোগ করেছেন যে কেন্দ্রীয় ব্যাঙ্ক আর্থিক ব্যবস্থায় আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে বদ্ধপরিকর।
MPC decided to continue with accommodative stands of monetary policy as long as necessary, at least till current financial year & into next year to revive growth on a durable basis & mitigate the impact of COVID-19 while ensuring that inflation remains within target: RBI Governor https://t.co/XjbTZ58gx5
— ANI (@ANI) December 4, 2020
তিনি বলেন, "মনিটারি পলিসি কমিটি বলেছিল যে শীতের মাসগুলিতে বাম্পার খারিফ ফসলের ফলনের কারণে মুদ্রাস্ফীতি কিছুটা লাগামে থাকার সম্ভাবনা রয়েছে।"