Chaityananda Saraswati. (Photo Credits:X)

Godman Chaityananda Saraswati: আরও পাঁচদিন জেলেই থাকতে হবে স্বঘোষিত ‘গডম্যান’ চৈতন্যানন্দ সরস্বতী (Chaityananda Saraswati )-কে। দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট চৈতন্যানন্দ সরস্বতীকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। যৌন হয়রানি মামলার পুলিশ যাতে তাকে আরও জিজ্ঞাসাবাদের সময় পায় তাই চৈতন্য়ানন্দের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ৬২ বছর বয়সী স্বঘোষিত ‘গডম্যান’ চৈতন্যানন্দ আজ, রবিবার ভোরে আগ্রার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়। যৌন হেফাজতের জন্য আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন।

চৈতন্যানন্দের বিরুদ্ধে অভিযোগ, তিনি দিল্লির বাসন্ত কুঞ্জের শ্রী শারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্ট রিসার্চ-এর কমপক্ষে ১৭ জন মহিলা শিক্ষার্থীকে যৌন হয়রানি করেছেন। মহিলা শিক্ষার্থীদের রাতের অন্ধকারে নিজের ঘরে আসতে বাধ্য করতেন, অপ্রত্যাশিত সময় অশ্লীল বার্তা পাঠাতেন। পাশাপাশি স্কলারশিপের প্রলোভন বা সাসপেনশনের হুমকি দিয়ে মহিলা পড়ুয়াদের ওপর চাপ দিয়ে যৌন সুবিধা নেওয়ার মত বিস্ফোরক অভিযোগ উঠেছে সেই স্বঘোষিত গডম্যানের বিরুদ্ধে।

দেখুন খবরটি

চৈতন্যানন্দ সরস্বতী মহিলা পড়ুয়াদের চলাফেরার উপর নজর রাখতেন ৪০টিরও বেশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। DVR ব্যবস্থার মাধ্যমে নিজের অপরাধ ঢেকে রাখার জন্য সিস্টেমে হস্তক্ষেপ করতেন। পুলিশ চৈতন্যানন্দের নামে থাকা ৮ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। এই টাকা বহু ব্যাংক অ্যাকাউন্ট এবং FD-তে রাখা ছিল, যেগুলি ভুয়া পরিচয়পত্র ও নকল নথি দিয়ে খোলা হয়েছিল।