Mahua Moitra Attacks BJP (Photo Credit: Twitter/ANI)

দিল্লি, ৮ ডিসেম্বর: অর্থের বিনিময়ে প্রশ্নকাণ্ডে শুক্রবার লোকসভা থেকে বহিষ্কার করা হয় তৃণমূল কংগ্রেস (TMC)  সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। এথিক্স কমিটির রিপোর্টের প্রেক্ষিতে মহুয়া মৈত্রকে শুক্রবার বহিষ্কার করা হলে, লোকসভার বাইরে এসে ক্ষোভ উগরে দেন তৃণমূল কংগ্রেস সাংসদ। মহুয়া মৈত্র বলেন,  'আমার ৪৯ বছর বয়স।  আরও ৩০ বছর লড়াই করব সংসদের ভিতরে এবং বাইরে।' এসবের পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করে মহুয়া রমেশ বিদুরির ঘৃণার ভাষণের প্রসঙ্গ তুলে আনেন। বিএসপি সাংসদ দানিশ আলিকে যেভাবে বিজেপির রমেশ বিদুরি ঘৃণার ভাষণের মাধ্যমে আক্রমণ করেন, সেই প্রসঙ্গ উত্থাপন করেন মহুয়া। বিজেপি যেমন সংখ্যালঘুদের ঘৃণা করে, তেমনি নারী শক্তিকেও দমিয়ে রাখতে চায় বলে গেরুয়া শিবিরকে একহাত নেন তৃণমূল কংগ্রেস সাংসদ।

 

আরও পড়ুন: Mamata Banerjee On Mahua Moitra: 'আরও ৩০ বছর লড়ব', মহুয়ার ক্ষোভ, 'অবিচার' হয়েছে, মন্তব্য মমতার

প্রসঙ্গত বিএসপি সাংসদ দানিশ আলিক উদ্দেশ্য করে বিজেপির রমেশ বিধুরীকে সম্প্রতি বলতে শোনা যায়, 'ইয়ে উগরাওয়াদি (জঙ্গি), ইয়ে আতঙ্কওয়াদি হ্যায় (সন্ত্রাসী), উগরাওয়াদি হ্যায়, ইয়ে আতঙ্কওয়াদি হ্যায়,।' এরপর তিনি সাংসদ আলিকে, 'মোল্লা আতঙ্কওয়াদি, কাটোয়া' বলেন যখন তিনি এই সব কুকথা বলছেন, সংসদের টিভির সরাসরি সম্প্রচারে শোনা যায় তাঁর এই 'ঘৃণা ভাষণ'।

যা নিয়ে জোর চর্চা শুরু হয়ে  যায় রাজনৈতিক মহলে। লোকসভা থেকে মহুয়ার বহিষ্কারের পর এববার রমেশ বিদুরির ঘৃণার ভাষণের প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ করেন মহুয়া মৈত্র। রমেশ বিদুরি দানিশ আলির উপর ঘৃণা উগরে দিলেও, বিজেপি সাংসদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি বলেও ক্ষোভ উগরে দেন মহুয়া মৈত্র।