ফের পঞ্জাব (Punjab) থেকে উদ্ধার হল নিষিদ্ধ মাদক। রবিবার ঝাড়খণ্ড থেকে পঞ্জাবের মোগায় আসা দুটি ট্রাক থেকে উদ্ধার হয়েছে ৬ কেজি আফিম। এই ঘটনায় ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁরাই এই ট্রাকগুলি চালাচ্ছিল। পুলিশসূত্রে খবর, ধৃতরা পঞ্জাবেরই বাসিন্দা। যদিও এই মাদকগুলি কোথায় পাচার করা হচ্ছিল এবং এই চক্রে কারা ছিল সেই বিষয়ে এখনই কিছু জানা যায়নি। ধৃতদের আজই আদালতে পেশ করা হচ্ছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ট্রাক থেকে উদ্ধার মাদক

পুলিশসূত্রে খবর, রবিবার মোগার আজিতওয়াল থানা এলাকায় একটি বাসস্ট্যান্ডে দুটি ট্রাক দাঁড়িয়েছিল। গোপনসূত্রে খবর পেয়ে মোগা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালায়। তখনই দুটি ট্রাক থেকে ৬ কেডি আফিম উদ্ধার হয়। ট্রাকের মধ্যে লোকার যন্ত্রাংশের মধ্যে লুকোনো ছিল এই মাদকগুলি। ইতিমধ্যেই সেগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ধৃতদের নাম, পরিচয় জানা গিয়েছে

প্রাথমিক তদন্তে পুলিশ ধৃতদের নাম, পরিচয় জানতে পেরেছে। অভিযুক্ত গুরজিত সিং ও হরকিরত সিংয়ের দুটি ট্রাক থেকেই উদ্ধার হয়েছে মাদকগুলি। এরমধ্যে গুরজিতের বিরুদ্ধে আগেও মাদক পাচারের অভিযোগ রয়েছে। যদিও হরকিরতের বিরুদ্ধে এধরনের কোনও রেকর্ড পাওয়া যায়নি।