Modi In Croatia (Photo Credit: X@ANI)

কানাডায় জি৭ বৈঠকে অতিথি হিসাবে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী( PM Narendra Modi)। পাঁচ দিনের ত্রিদেশীয় সফরে প্রথমেই কানাডায় যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি পরবর্তী সময়ে এটিই প্রথম বিদেশ সফর মোদীর। ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাস হয়ে কানাডায় জি-৭ বৈঠকে (G-7 Summit) যোগ দেন তিনি। ভারত এবং কানাডার সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনের মাঝে প্রধানমন্ত্রীর এই সফর আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কানাডা সফর শেষে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, ফলপ্রসূ কানাডা সফর সম্পন্ন। জি৭ সম্মেলনের সফল আয়োজনের জন্য কানাডাবাসী ও সেদেশের সরকারকে ধন্যবাদ। নানা আন্তর্জাতিক বিষয়ের উপর ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশ্বব্যাপী শান্তি, সমৃদ্ধি ও সুস্থিতি বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

পাঁচ দিনের ত্রিদেশীয় সফরে কানাডায় জি-৭ সম্মেলন শেষ করে দক্ষিণ-পূর্ব ইউরোপীয় রাষ্ট্র ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশের সফরের শেষ পর্যায়ে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি এও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডায় অত্যন্ত ফলপ্রসূ সফর সম্পন্ন করেছেন। জি-৭ শীর্ষ সম্মেলনে জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি এবং উদ্ভাবনের মতো বৈশ্বিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বেশ কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। তাঁর পরবর্তী গন্তব্য - ক্রোয়েশিয়া।