নতুন দিল্লি, ১০ জুন: গতকাল, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ৭১ জন এনডিএ সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তাঁদের মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রী, ৩৬ জন প্রতিমন্ত্রী ও ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। এবারও মোদী সরকারে বাংলা থেকে কোনও পূর্ণমন্ত্রী নেই। ১২ জন সাংসদ দেওয়া বাংলা মোদী সরকারে পেয়েছে দুটি প্রতিমন্ত্রীর পদ। বালুরঘাট থেকে জয়ী সুকান্ত মজুমদার ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
আজ, সোমবার সন্ধ্যায় সন্ধ্যায় ঠিক হল কোন মন্ত্রক কে সামলাবেন। কেন্দ্রে এনডিএ সরকারের দফতর বণ্টনে বড় কোনও চমকের খবর নেই। মোদী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দফতরগুলিতে আগের বারের নেতারাই থাকলেন। বড় রদবদলের জল্পনায় জল ঢেলে চমক নয় বড় জনাদেশ না পেয়ে অভিজ্ঞতাকেই গুরুত্ব দিলেন নরেন্দ্র মোদী। গতবারের মত এবারও অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বই সামলাবেন। নির্মলা সীতারমণ অর্থ ও কর্পোরেট বিষয়ক এবং রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বেই থাকছেন। রেলে অশ্বিনী বৈষ্ণব, বাণিজ্য ও শিল্প মন্ত্রী থাকছেন মুম্বই থেকে জিতে সাংসদ হওয়া পীযুষ গোয়েল। তবে মন্ত্রক বদল হল জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-র। সিন্ধিয়ার থেকে অসামরিক বিমান চলাচল মন্ত্রক কেড়ে তাঁকে বসানো হল যোগাযোগ মন্ত্রকে।
নীতীন গডকরি জাতীয় সড়ক, পরিবহণ, ধর্মেন্দ্র প্রধান শিক্ষা, হরদীপ পুরী পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের দায়িত্ব সামলাবেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রিত্ব হারিয়ে মোদী ৩ সরকারে গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দফতরের মন্ত্রী হচ্ছেন শিবরাজ সিং চৌহান। এই দফতরে গতবার ছিলেন নরেন্দ্র তোমার। হিমাচল প্রদেশের তারকা সাংসদ অনুরাগ ঠাকুর-কে এবার আর মন্ত্রী করা হয়নি। তাঁর জায়গায় এবার তথ্য সম্প্রচারের মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে অশ্বিনী বৈষ্ণুই-কে।
দেখুন খবরটি
Portfolio for PM Modi-led Union Cabinet announced
Amit Shah, Rajnath Singh, Nitin Gadkari, Nirmala Sitharaman, Dr S Jaishankar Piyush Goyal and Ashwini Vaishnaw retain their ministries. pic.twitter.com/LkZ0MQiTnk
— ANI (@ANI) June 10, 2024
বিজেপি-র সর্বভারতীয় সভাপতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন। দলের প্রধান হওয়ার আগে নাড্ডা মোদী সরকারে এই দায়িত্বেই ছিলেন। করোনা কালে খারাপ পারফরম্যান্সের জন্য বাদ পড়েন দিল্লির সাংসদ ডক্টর হর্ষবর্ধন। তাঁকে আর টিকিট দেয়নি দল। কেরলে বিজেপি-র প্রথম সাংসদ সুরেশ গোপী সামলাবেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব।
দক্ষিণের সিনেমার বড় তারকা সুরেশ গোপী নিজে জানিয়েছেন, তিনি মন্ত্রী হতে চান। কেরলের ত্রিসুর কেন্দ্র তাঁর জয়কে দলের নয়, অরাজনৈতিক দলে অ্যাখা দিয়েছিলেন কেরলে বিজেপির প্রথম ও একমাত্র নির্বাচিত সাংসদ সুরেশ গোপী।