চোর সন্দেহে এক যুবককে বেধড়ক মারল গ্রামবাসীরা। রবিবার ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) ভাগলপুর জেলায়। যুবকের থেকে উদ্ধার হয়েছে একটি চুরি যাওয়া ফোন। তাতেই গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে অভিযুক্তকে মারধর করে। এরপর তাঁকে একটি গাছে বেধে মারধর করে গ্রামবাসীরা। খবর যায় স্থানীয় থানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপর আহত যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা্ হয়। পরবর্তীকালে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

গাছে বেধে মারধর করা হয় যুবককে

এদিন ঘটনাটি ঘটেছে জগদীশপুর থানা এলাকার একটি গ্রামে। দুপুরে দিকে এক ব্যক্তির ঘরে ঢুকে যুবকটি মোবাইল চুরি করে। ঘটনাস্থল থেকে পালানোর সময় গ্রামবাসীরা তাঁকে ঘিরে ফেরে মারধর করে। পরে তাঁকে গাছে বেধে লাঠি দিয়ে মারা হয়। আর সেই ঘটনার ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। থবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে যুবককে উদ্ধার করে।

ধৃত যুবক পাশের গ্রামের বাসিন্দা

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃত যুবক পুরাইনি গ্রামের বাসিন্দা। অভাবের জন্য আশেপাশের গ্রামে চুরি করে বেরায়। এদিন হাতেনাতে ধরা পড়ে সে। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ।