Assam Direct Recruitment Examination: অসমে কাল, রবিবার ' ডাইরেক্ট রিক্রেমেন্ট' (ADR) সরকারী চাকরি নিয়োগ পরীক্ষা। অসমে সরকারী শূন্য পদের জন্য সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষায় বসছেন লক্ষাধিক পরীক্ষার্থী। গ্রেড থ্রি পোস্টের জন্য হতে চলা এই পরীক্ষায় স্বচ্ছতা রাখতে, প্রশ্নফাঁস রুখতে অসমে কাল রবিবার সকাল থেকে আট ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে মোবাইল ইন্টারনেট পরিষেবা।
পরীক্ষায় স্বচ্ছতার জন্য বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে রবিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪.৩০টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানিয়েছে হিমন্ত বিশ্বশর্মার সরকার।
নিত্যদিনের কাজে এখনও খুবই জরুরী হয়ে উঠেছে ইন্টারনেট। তাই চাকরির পরীক্ষায় স্বচ্ছতায় রাখতে গিয়ে ইন্টারনেট বন্ধ রেখে অসমবাসীর স্বাভাবিক জীবনযাপনে প্রভাব পড়তে চলে। গত ১৪ সেপ্টেম্বর সরকারি চাকরীর পরীক্ষার জন্য হিমন্ত বিশ্বশর্মার রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। সেই পরীক্ষায় বসেছিলেন ১১ লক্ষেরও বেশী পরীক্ষার্থী। সেদিন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বন্ধ ছিল ইন্টারনেট।
অসমে সাময়িকভাবে বন্ধ থাকবে নেট পরিষেবা
Assam government temporarily suspends mobile internet and data services across the state from 8:30 am to 4:30 pm on 29th September in view of state-level written examination for Class III government posts. pic.twitter.com/i55JWdv6lV
— ANI (@ANI) September 28, 2024
অসম সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মোবাইল ইন্টারনেট, মোবাইল ডেটা, মোবাইল ওয়াই-ফাই পরিষেবা বন্ধ রাখা হবে।