Mobile Internet Suspended In Kashmir: ভারতীয় সেনার ফাঁদে হিজবুলের জঙ্গিনেতা রিয়াজ নাইকু, অশান্তি এড়াতে উপত্যকায় বাতিল মোবাইল ইন্টারনেট
জম্মু ও কাশ্মীরের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী (Photo Credit: PTI)

শ্রীনগর, ৬ মে: বুধবার তল্লাশি অভিযানে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের টপ কম্যান্ডার রিয়াজ নাইকুকে চারদিক থেকে ঘিরে ফেলেছে ভারতীয় সেনা। এই খবর পেয়েই কাশ্মীরের মোবাইল ইন্টারনেট পরিষেবা বাতিল (Mobile Internet Suspended) করা হল। বেশ কয়েকজন জঙ্গির সঙ্গেই এদিন পুলওয়ামায় সেনার গুলির লড়াইয়ের সময় আটকে পড়ে রিয়াজ নাইকু। এই অবস্থায় নানা গুজব ছড়াতে পারে, আশঙ্কা করেই উপত্যকার মোবাইল ই্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পুলিশের মুখপাত্র এদিন সংবাদ মাধ্যমকে জানান, এদিন কাকভোরে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার জেলায় সেনাবাহিনীর সঙ্গে জহ্গিদের গুলির লড়াই শুরু হয়। গোপন সূত্রে খবর পেয়েই গতকাল রাত থেকে বেইগপোরা এলাকায় অভিযান শুরু করে পুলিশ।

নাম না করেই তিনি জানান, ইতিমধ্যেই জঙ্গি নেতা ও শাগরেদদের ফাঁদে ফেলতে পেরেছে পুলিশ। জানা গিয়েছে, হিজবুলের টপ কম্যান্ডার রিয়াজ নাইকুর গ্রাম হল বেইগপোরা। অসুস্থ মাকে দেখতে গতকালই একদল জঙ্গিকে বাড়িতে ফিরেছে সে। খবর পেয়েই সেখানে তল্লাশি অভিযান শুরু করে সেনা ও পুলিশ। সেই থেকেই চলছে ২ পক্ষের গুলির লড়াই. সঙ্গে থাকা জঙ্গিনা রিয়াজ নাইকুকে সেনার ঘেরাটোপ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও এখনও সফল হয়নি। নিরাপত্তারক্ষীদের ধোকা দিয়ে মাটির নীচে বাঙ্কারে রিয়াজ লুকিয়ে থাকতে পারে বলেই ধারণা। তাই বেশ কিছু জায়গায় মাটি খুঁড়ে দেখা হচ্ছে কোনও গোপন বাঙ্কার রয়েছে কিনা। এছাড়া প্রত্যেক বাড়ি বাড়ি গিয়েও তল্লাশি করে দেখছেন সেনা জওয়ানরা। আরও পড়ুন- PIB Fact Check: লকডাউনে বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে কোভিড-১৯ রিচার্জ, হোয়াটসঅ্যাপ মেসেজকে ভুয়ো বলল পিআইবি-র ফ্যাক্ট চেক

গত কয়েকদিন জঙ্গি হানায় ও গুলির লড়াইয়ে বেশ কয়েকজন সেনা জওয়ান শহিদ হয়েছেন। তালিকায় রয়েছেন কর্নেল আশুতোষ শর্মা ও মেজর অনুজ সুদের উচ্চ পদমর্যাদা সম্পন্ন সেনাকর্তারা।