Mob Burns BJP Leader Askar Ali's House (Photo Credits: X)

থৌবাল, ৭ এপ্রিলঃ লোকসভা এবং রাজ্যসভা, সংসদের উভয়কক্ষে পাশ  হওয়ার পর ওয়াকফ সংশোধনী বিল পাঠানো হয়েছিল রাষ্ট্রপতি ভবনে। বিলটি আইনে পরিণত হওয়ার জন্যে রাষ্ট্রপতির স্বাক্ষর ছিল চূড়ান্ত পর্যায়। শনিবার রাতেই ওয়াকফ সংশোধনী বিলে সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। ওয়াকফ সংশোধনী বিল পরিণত হল আইনে (Waqf Law)। ওয়াকফ বিলকে সমর্থন জানানোর জন্যে উত্তপ্ত মণিপুরে (Manipur) ক্ষোভের মুখে পড়লেন স্থানীয় বিজেপি নেতা। ক্ষিপ্ত জনতা বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আসকার আলির বাড়িতে চড়াও হন। ভাঙচুর চালিয়ে তাতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। মণিপুরের থৌবাল জেলায় দাউদাউ করে জ্বলল বিজেপি নেতার বিশাল বাড়ি।

ওয়াকফ সংশোধনী বিল ঘিরে দীর্ঘ টানাপড়েনের পর অবশেষ গত বুধবার গভীর রাতে লোকসভায় বিলটি পাশ হয়। বিলের পক্ষে ভোট পড়েছিল ২৮৮টি। বিপক্ষে ভোট ছিল ২৩২টি। মাত্র ৫৬ ভোটের ব্যবধানে কেন্দ্রীয় সরকারের আনা ওয়াকফ সংশোধনী বিল লোকসভায় পাশ করে রাজ্যসভায় যায়। বৃহস্পতিবার গভীর রাতে ১২৮-৯৫ ভোটে রাজ্যসভাতেও পাশ হয় বিলটি। শনিবার তাতে স্বাক্ষর করে দেন রাষ্ট্রপতি।

দাউদাউ করে জ্বলছে বিজেপি নেতার বাড়িঃ

এরপরেই ওয়াকফ আইন ঘিরে মণিপুরে উত্তাপ ছড়ায়। রাতের অন্ধকারে থৌবাল জেলায় বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আসকার আলির বাড়িতে একদল ক্ষুব্ধ জনতা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। জানা যাচ্ছে, নতুন ওয়াকফ আইনকে সমর্থন জানানোর জন্যেই বিজেপি নেতার বাড়ি জ্বালিয়ে দেওয়ায়ে কাণ্ড ঘটেছে এলাকাবাসী। উত্তেজিত জনতার চাপে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হন আসকার। কেন্দ্রীয় সরকারের কাছে নতুন ওয়াকফ আইন প্রত্যাহারের জন্যে আবেদনও জানান তিনি।