মহারাষ্ট্রে মারাঠী ভাষাকে বাধ্যতামূলক করার দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু করেছে শিবসেনা (উদ্ধব) শিবির এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। সেই দাবির মাঝে হিন্দিভাষীদের ওপর আক্রমণের ঘটনাও ঘটছে। কয়েকদিন আগে ভিরা স্টেশনের কাছে এক অটোচালকের ওপর হামলা চালিয়েছিল উদ্ধব শিবিরের নেতাকর্মীরা। এরমধ্যেই হিন্দি ভাষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য নাগপুরে (Nagpur) ইউনিয়ন ব্যাঙ্কের ব্রাঞ্চে জোড়াল প্রতিবাদ করল মহারাষ্ট্র নবনির্ণাণ সেনার (এমএনএস) কর্মী সমর্থকেরা। কার্যত ব্যাঙ্কের শাটার বন্ধ করে বোর্ডে কালো রং লাগিয়ে প্রতিবাদ দেখান রাজ ঠাকেরর দলের কর্মী সমর্থকরা।

বাতিল আবেদনপত্র

জানা যাচ্ছে, গত ৮ জুলাই বিশাল বোপচে নামে এক যুবকের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়। মৃত যুবকের কাছে ইউনিয়ন্ ব্যাঙ্কের এটিএম কার্ড ছিল। যারমধ্যে দুর্ঘটনা বীমার কভার ছিল। সেই কারণে মৃতের পরিবার নাগপুরের সেমিনারি হিলসের টিভি টাওয়ার এলাকায় যান মৃত যুবকের পরিবার। ব্যাঙ্ক থেকে এফআইআরের কপি, আবেদনের নথিপত্র সংগ্রহ করে ব্যাঙ্কে আসতে বলে। সেইমতো বুধবার ব্যাঙ্কে নথিপত্রে নিয়ে যান বিশালের পরিবার। আর তারপরেই শুরু আসল সমস্যা।

প্রতিবাদীদের আটক করে পুলিশ

পরিবারের অভিযোগ, এফআইআরের কপি মারাঠী ভাষাতে হওয়ায় বাতিল করে দেওয়া হয়। নির্দেশ দেওয়া হয় ইংরাজি ও হিন্দি ভাষার আবেদনপত্র ও নথি গ্রহণ করা হবে। এই কথা রাজ ঠাকরের কর্মী সমর্থকরা জানতেই শুরু হয় প্রতিবাদ। ব্যাঙ্কের সামনে জমায়েত হয়ে প্রতিবাদ দেথান মহারাষ্ট্র নবনির্ণাণ সেনার কর্মীরা। ব্রাঞ্চের সাটার বন্ধ করা হয়। খবর পেয়ে্ই ঘটনাস্থলে আসে পুলিশ। কমপক্ষে ৫০ জনকে এদিন আটক করা হয়। প্রতিবাদীদের হটানো হয়। এবং পুলিশ ব্যাঙ্ক আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।