Manipur (Photo Credit: Twitter)

দিল্লি, ৪ জুলাই: একটু একটু করে শান্ত হচ্ছে মণিপুর (Manipur)। ফলে ৫ জুলাই থেকে মণিপুরে স্কুল খোলার কথা ঘোষণা করা হয়েছে। ৫ জুলাই থেকে মণিপুরে প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পঠনপাঠন শুরু হবে বলে খবর। গত ৩ মে মণিপুর অশান্ত হয়ে ওঠে। মেইতেই এবং কুকি সম্প্রদায়ের বিবাদের জেরে উত্তপ্ত হতে শুরু করে উত্তর-পূর্বের এই রাজ্য। ফলে গত ৩ মে থেকে মণিপুরে স্কুল, কলেজ সব বন্ধ করে দেওয়া হয়। প্রায় দু মাস বন্ধ থাকার পর এবার ফের স্কুল খোলার কথা ঘোষণা করা হয়েছে মণিপুর সরকারের তরফে।

মণিপুরে বর্তমানে প্রায় ১১১০টি স্কুল রয়েছে। যার মধ্যে ৬৪৩টি বেসরকারি এবং ৩৮৪টি সরকারি স্কুল। এসবের সঙ্গে এ রাজ্যে ৮৩টি সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলও রয়েছে। সব স্কুলেই আগামী ৫ জুলাই থেকে ক্লাস শুরুর কথা জানানো হয়েছে বলে খবর।

উত্তপ্ত মণিপুরে ২ সম্প্রদায়ের বিবাদের জেরে এখনও পর্যন্ত প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৪০ হাজার।