মিজেরামে ভেঙে পড়ল একটি সেতু। মিজরামের সাইরাং এলাকায় ভেঙে পড়ে সেতুটি। সেতুটি তৈরি হওয়ার মাঝেই ভেঙে পড়ায়, পরপর ১৭ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর খবর মেলে। বুধবার সকাল ১০টায় যখন সেতুটি ভাঙে, সেই সময় সেখানে ৩৫-৪০ জন হাজির ছিলেন। তঁদের মধ্যে থেকে ১৭ জনের মৃত্যুর খবর মেলে। মিজোরামে সেতু ভেঙে ১৭ শ্রমিকের মৃ্ত্যু হলে শোক প্রকাশ করেন প্রধামমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃত শ্রমিক পরিবারগুলিকে ২ লক্ষ কর ক্ষতিপূর্ণ দেওয়া হবে বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আহতদের দেওয়া হবে ৫০ হাজার করে। এমনও ঘোষণা করা হয় প্রধানমন্ত্রীর অফিসের তরফে।
Pained by the bridge mishap in Mizoram. Condolences to those who have lost their loved ones. May the injured recover soon. Rescue operations are underway and all possible assistance is being given to those affected.
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the…
— PMO India (@PMOIndia) August 23, 2023
মিজোরামে সেতু ভাঙার ঘটনায় শোক প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Shocked to learn about the tragic collapse today of an under-construction railway bridge in Mizoram, leading to loss of lives of several site workers, including some belonging to our Malda district. Have instructed my chief secretary to coordinate with Mizoram administration at…
— Mamata Banerjee (@MamataOfficial) August 23, 2023
দেখুন ভিডিয়ো...
Under Construction railway bridge collapses in #Mizoram , 17 workers dead. pic.twitter.com/D87cGtFSuZ
— Smriti Sharma (@SmritiSharma_) August 23, 2023