
আইজল, ২০ মে: দেশে সাক্ষরতার সংখ্যা তেমন উল্লেখযোগ্য হারে বাড়েনি। যুগ অনেকটা এগিয়ে গিয়েছে, তবু ভারতে শিক্ষার আলো থেকে অনেকেই বঞ্চিত থেকে যাচ্ছে। কিন্তু দেশের মধ্যে এই প্রথম উত্তর পর্ব ভারতের এক রাজ্য পথ দেখালো। ১০০ শতাংশ সাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করল মিজোরাম (MIZORAM)। দেশের এই প্রথম কোনও রাজ্যের সবাই সাক্ষর হিসেবে স্বীকৃত হলেন। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে আর নিরক্ষরতা থাকল না। ২০১১ জনগণনা অনুযায়ী মিজোরামে সাক্ষরতা হার ছিল ৯১.৩৩ শতাংশ।
কীভাবে সম্ভব হল সাক্ষরতার ১০০ শতাংশের অভিযান
গত কয়েক বথর ধরে রাজ্যে শিক্ষার হার বাড়ানোর অভিযান শুরু করে মিজোরাম। সম্প্রতি মিজোরামের বিধানসভা অধিবেশনে রাজ্যের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যের সাক্ষরতা হার বেড়ে ৯৮.২০ শতাংশ হয়েছে। এরপর শিক্ষার আলো না পৌঁছনো রাজ্যের ১.৮০ শতাংশ মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য ২৯২ জন শিক্ষাবিদ, শিক্ষাকর্মীকে দায়িত্ব দেয় মিজোরামের সরকার। শিক্ষার আলো না পাওয়া রাজ্যের ৩ হাজার ২৬ জনকে চিহ্নিত করা হয়। তাদের মধ্যে ১৬৯২ জন শিক্ষা নেওয়ার জন্য এগিয়ে আসেন। নব ভারত সাক্ষরতা কার্যক্রম (ULLAS Initiative-এর অধীনে মিজোরাম এরপর ১০০ শতাংশ সাক্ষরতা হারের নজির গড়ে। মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুলহোমা রাজ্যবাসীকে এইজন্য অভিনন্দন জানিয়েছেন। তবে এতেই সন্তুষ্ট না হয়ে শিক্ষার আলো আরও গভীরে ছড়িয়ে দেওয়ার কথা বলেন তিনি।
দেখুন খবরটি
Mizoram declared fully literate state under ULLAS initiativehttps://t.co/kmIbriSrRW
— Hindustan Times (@htTweets) May 20, 2025
রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী লালদুলহোমা
মুখ্যমন্ত্রী লালদুলহোমা বলেন, " দেশের মধ্যে সবার আগে এই কাজ করতে পেরে আমরা গর্বিত। রাজ্যের সবার সাক্ষরতার ঘোষণার দিন আমরা পালন করব আমাদের উদ্যোগের শেষ হিসেবে নয়, বরং এটা যেন নতুন যুগের কাছে সুযোগ, ক্ষমতায়ন ও উন্নতির।"এবার রাজ্যে ডিজিটাল, আর্থিক ও উদ্যোগসংক্রান্ত শিক্ষায় নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা সফলতার সঙ্গে করতে ঝাঁপাচ্ছে মিজোরামের সরকার।