
নয়াদিল্লিঃ বিগত কিছু বছরে বেশ জনপ্রিয়তা লাভ করেছে জাপানের মিয়াজাকি আম(Miyazaki Mangoes)। টুকটুকে লাল রঙা এই আমের স্বাদ উপভোগ করা শখ থাকলেও দামের জন্য তার নাগাল পান না অনেকেই। তবে এবারের গরমে আমপ্রেমী জন্য সুখবর। ভারতেই চাষ হচ্ছে এই বিশেষ প্রজাতির আম। আর দেশে চাষ হওয়ার কারণে আগের চেয়ে খানিক কম দামেও মিলবে এই আম। যদিও সেই খরচটাও খুব কম না। এক কেজি মিয়াজাকি আম বাড়ি নিয়ে যেতে খসাতে হবে প্রায় ২৭০০ টাকা। জানা গিয়েছে, ভারতে কিছুদিন ধরে শুরু হয়েছে এই বিশেষ প্রজাতির আমের চাষ। বিশেষ করে পুনের বিভিন্ন নার্সারিতে চলছে এই আমের চাষ। কিন্তু এখন অল্প পরিমাণেই চলছে এই আম চাষ। ভবিষ্যতে চাহিদা বাড়লে নিশ্চই চাষ বাড়বে বলে জানিয়েছেন চাষিরা।
‘মিয়াজাকি’ আম ফলিয়ে তাক লাগাচ্ছেন ভারতীয় চাষিরা
উল্লেখ্য, এর আগে মালদার এক চাষিও এই আমের চাষ করেন। প্রসঙ্গত, নেটিজেনদের কাছে এই জাপানি আমের কদর তুঙ্গে। বিগত কিছু বছরে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চায় এই লাল রঙা এই আম। এই আম এতটাই সুন্দর দেখতে যে তা দেখে লোভ সামলাতে পারেন এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বিশ্বের সবচেয়ে দামি আম এই মিয়াজাকি। এই আমের আর এক নাম ‘সূর্যের ডিম’। ভরপুর পুষ্টিগুণ যুক্ত এই আমে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, ক্যালসিয়াম, পটাসিয়াম, আয়রন, যা শরীরের জন্য ভীষণভাবে উপকারী।
ভারতেই চাষ হচ্ছে মিয়াজাকি, দাম কত জানেন?
#Miyazaki mangoes from #Japan are now being grown in India. These expensive mangoes cost Rs 2,700 per kilogram internationally.
With growing interest and demand, nurseries provide saplings to farmers across India.
Read more 🔗 https://t.co/DjEuRjkFe0#Mango pic.twitter.com/k0MFMnkcao
— The Times Of India (@timesofindia) March 17, 2025