Representational Image (Photo Credit: X)

পঞ্জাবের হোশিয়ারপুরে এক শিশুর রহস্যমৃত্যু। নিখোঁজ হওয়ার দু’দিন পর শশ্মান থেকে উদ্ধার মৃতদেহ। মঙ্গলবার বিকেলে হোশিয়ারপুরের (Hoshiarpur) সবজি মান্ডির পেছনে একটি শ্মশান থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। শরীরে ছিল একাধিক ক্ষতচিহ্ন। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। তারপর সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় ইতিমধ্যেই এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাচ্চাটিকে অপহরণ করে খুন করেছে অভিযুক্ত। যদিও খুনের কারণ এখনও স্পষ্ট নয়।

শিশুকে অপহরণ করা হয়

পুলিশসূত্রে খবর, রবিবার বিকেল ৪টে নাগাদ নিউ দীপনগর পুরিরা থানা এলাকা থেকে নাবালককে অপহরণ করে এক ব্যক্তি। ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, অভিযুক্ত স্কুটারে করেই বাচ্চাটিকে অপহরণ করেছে। পরিবারের তরফ থেকে জানা যাচ্ছে, শিশুটি বাড়ির সামনেই খেলছিল, বিকেল ৪টের দিকে বাড়ি থেকে বেরিয়েছিল, তবে ৫-৬টা নাগাদ থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর রাতের দিকে থানায় গিয়ে মিসিং ডায়েরি করা হয়।

গ্রেফতার এক ব্যক্তি

ঘটনার তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তিই বাচ্চাটিকে অপহরণ করে বলে অনুমান পুলিশের। যদিও অপহরণের পর কোনও মুক্তিপণ চাওয়া হয়নি বলে দাবি পরিবারের। তবে কী কারণে অপহরণ ও পরবর্তীকালে নৃশংসভাবে খুন করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর শোকস্তব্ধ শিশুটির পরিবার।