প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কলকাতাঃ ত্রিপুরায়(Tripura) ফের নাবালিকাকে যৌন হেনস্থার(Sexual Assault) অভিযোগ। শুক্রবার নাবালিকাকে(Minor) গণধর্ষণের(Gang Rape) অভিযোগে উত্তাল হয়ে ওঠে উত্তর ত্রিপুরা। তার ২৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ত্রিপুরায় যৌন নির্যাতনের শিকার কিশোরী। অভিযোগ পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ(Kidnap) করে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই ত্রিপুরার বেলোনিয়া মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, শনিবার রোজের মতো স্কুলে গিয়েছিল ওই নাবালিকা। সময় পেরিয়ে গেলেও বাড়ি না এরায় দুশ্চিন্তায় পড়ে তার পরিবার। এরপর আর বাড়িতে বসে থাকতে না পেরে সোজা স্কুলে ছোটেন কিশোরীর বাবা-মা। তবে সেখানেও তার খোঁজ মেলেনি। পরবর্তীতে পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরে একটি জায়গা থেকে নাবালিকাকে উদ্ধার করা হয় বলে খবর। এরপরই জানা যায়, বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালায় বছর বাইশের এক যুবক। বেলোনিয়া মহিলা থানার এক পুলিশ আধিকারিক বলেন, "নাবালিকাটি স্কুল থেকে বাড়ি না ফেরায় থানার যোগাযোগ করে তার পরিবার। এরপরই তদন্তে নেমে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। বছর বাইশের এক যুবক তাকে বাড়ির সামনে রেখে পালায়। তার উপর যৌন নির্যাতন করা হয়েছে।" পুলিশ সূত্রে আরও খবর, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত তাকে গ্রেফতার করা যায়নি। গা ঢাকা দিয়েছে সে।তবে তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। প্রসঙ্গত, শুক্রবার উত্তর ত্রিপুরা জেলায় গণধর্ষণের শিকার এক নাবালিকা। জঙ্গলে নিয়ে গিয়ে তার উপর শারীরিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ।

১০ বছরের নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন