নয়াদিল্লিঃ স্কুলের (School) মধ্যেই যৌন নির্যাতনের (Sexual Assault)শিকার ১৪ বছরের নাবালক। যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক সহপাঠীর বিরুদ্ধে। চলতি সপ্তাহে ঘটনাটি ঘটেহে মধ্য দিল্লির (Delhi) একটি বেসরকারি স্কুলে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, গত ২৪ জুলাই পিসিআর কলের মাধ্যমে পুলিশের কাছে খবর এসে পৌঁছয়। অভিযোগ, স্কুলের মধ্যেই শৌচালয়ে এক সহপাঠীর যৌন নির্যাতনের শিকার হয় ওই নাবালক। বাড়ি ফিরে প্রথমে কাউকে কিছু না বললেও তার শরীরের বিভিন্ন অঙ্গে প্রচণ্ড ব্যথা শুরু হয়। কী কারণে ব্যথা তা জানতে চাইলে বাবা-মায়ের কাছে কান্নায় ভেঙে পড়ে নাবালক। এরপরই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নাবালকের বাবা-মা। পরে পুলিশের দ্বারস্থ হন তাঁরা। ইতিমধ্যেই অভিযুক্ত সহপাঠীর বিরুদ্ধে পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় স্কুলের তরফে রিপোর্ট তলব করেছে পুলিশ। অন্যদিকে ওই নাবালকের কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।
দিল্লির স্কুলে যৌন হেনস্থার শিকার পড়ুয়া
উল্লেখ্য, সম্প্রতি দিল্লিতে একের পর এক এক যৌন নির্যাতনের ঘটনা সামনে আসায় স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। চলতি সপ্তাহেই দিল্লিতে ১৪ বছরের নাবালককে গণধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্কুলের শৌচালয়ে যৌন নির্যাতনের শিকার নাবালক, কাঠগড়ায় সহপাঠী
Shocking news from central Delhi: A minor has been apprehended for the alleged rape of a classmate in a school washroom. This incident raises serious concerns about safety in educational environments. 🔍👮♂️ #SchoolSafety #EndViolence #JusticeForVictims: https://t.co/tKGY6DKXxY
— jain Sumeet China (coffee with sumeet jain) (@Sumeetmountain) July 27, 2025