নয়াদিল্লিঃ ওড়িশায় (Odisha)ফের ধর্ষণ(Rape)। এবার ট্রাক চালকের (Truck Driver) লালসার শিকার নাবালিকা। রাস্তার ধারে নাবালিকাকে ধর্ষণ করে ট্রাক চালক, এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই গ্রেফতার ট্রাক চালক। জানা গিয়েছে, সোমবার ঘটনাটি ঘটেছে ওড়িশার মালকানগিড়ি জেলায়। পুলিশ সূত্রে খবর, সোমবার বন্ধুর জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য বেরিয়েছিল নির্যাতিতা। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়ে পরিবার। চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে তাঁরা। মেয়েকে কোত্থাও খুঁজে না পেয়ে সোজা পুলিশের দ্বারস্থ হয় পরিবার।
ওড়িশায় ফের ধর্ষণ, গ্রেফতার ট্রাক চালক
এরপর তল্লাশি অভিযানে নেমে ওড়িশার বিজা ঘাঁটির ৩২৬ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার করা হয় নির্যাতিতাকে। তার শরীরে একাধিক অত্যাচারের দাগ মেলে। পুলিশকে সে জানায়, পথে এক ট্রাক চালকের ফাঁদে পড়ে সে। এরপর রাস্তার পাশে নিয়ে গিয়ে তার উপর শারীরিক অত্যাচার চালানো হয়। ধর্ষণের পর তাকে সেখানেই রেখে পালায় অভিযুক্ত। ইতিমধ্যেই অভিযুক্ত ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাকে স্থানীয় একটি সেবাকেন্দ্রে রাখা হয়েছে।
বন্ধুর জন্মদিনে যাওয়ার পথে ধর্ষণের শিকার নাবালিকা, গ্রেফতার ট্রাক চালক
Odisha Shocker: Minor Girl Sexually Assaulted by Truck Driver in Malkangiri While Going to Friend’s House to Attend Birthday Celebrations#Odisha #RapeCase #Malkangiri #BirthdayCelebrations
— LatestLY (@latestly) July 22, 2025
Read: https://t.co/ZT7AknLWne
— LatestLY (@latestly) July 22, 2025