নয়াদিল্লিঃ এ বার ১০ বছরের কিশোরীকে ধর্ষণের(Rape) অভিযোগ উঠল ১৬ বছরের নাবালকের(Minor) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গুজরাটের(Gujarat) আরাভাল্লি জেলার(Aravalli District) ধানসুরা গ্রামে। জানা গিয়েছে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে অভিযুক্ত নাবালকের সঙ্গে আলাপ হয় নির্যাতিতার।চলতি সপ্তাহের শুরুতে হঠাৎ নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা। পুলিশের দ্বারস্থ হয় পরিবার। থানায় দায়ের হয় অপহরণের মামলা। এরপরই তদন্তে নেমে ওই নাবালকের বাড়ি থেকে উদ্ধার করা হয় নাবাকিকাকে।
পঞ্চম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণে
তদন্তে নেমে জানা যায়, বাবা-মায়ের ফোন থেকে ইনস্টাগ্রাম ব্যবহার করত নির্যাতিতা এবং তার বোন। মোট ৭টি অ্যাকাউন্ট ছিল তাদের। যার মধ্যে ২টি অ্যাকাউন্ট সক্রিয়। ইনস্টাগ্রামের মাধ্যমেই অভিযুক্ত নাবালকের সঙ্গে কথাবার্তা চলত। এরপর দু'জনে দেখা করার সিদ্ধান্ত নেয়। অভিযোগ এরপরই নিজের বাড়িতে নিয়ে গিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে ১৬ বছরের নাবালক। ইতিমধ্যেই অভিযুক্ত কিশোরকে অবজারভেশন হোমে পাঠানো হয়েছে। আদালতে বিচার প্রক্রিয়ার পরই তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে নির্যাতিতার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
১০ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ ইনস্টাগ্রাম ফ্রেন্ডের বিরুদ্ধে
Gujarat Shocker: Class 5 Student Kidnapped And Raped By 16-Year-Old Instagram 'Friend' In Aravalli District#gujaratnews #Aravalli #ABPLivehttps://t.co/YWaonxJTGQ
— ABP LIVE (@abplive) January 4, 2025