নয়াদিল্লিঃ চা বাগানে (Tea Garden) আট বছরের কিশোরীকে ধর্ষণ (Rape) করে খুন(Murder)। গ্রেফতার স্থানীয় এক ব্যক্তি। কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন দেহ নিকাশি নালায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। প্রমাণ লোপাটের জন্য দেহের উপর শুকনো পাতা ছড়িয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে শুকনো কাঠ সংগ্রহ করতে বাড়ি থেকে বেরিয়েছিল ওই কিশোরী। আর বাড়ি ফেরেনি সে। জানা গিয়েছে, এদিন বিকেলে গ্রামসংলগ্ন একটি জলাশয়ে মাছ ধরছিল অভিযুক্ত। কিশোরীকে একা পেয়ে চা বাগানের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে। এরপর তাকে শ্বাসরোধ করে খুন করা হয়।
চা বাগানে কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, গ্রেফতার ১
শনিবার রাত ৯ টা নাগাদ চা বাগানের নিকাশি নালা থেকে উদ্ধার হয় নির্যাতিতার দেহ। এরপরই অভিযুক্তকে পাকড়াও করে গ্রামবাসীরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তদন্তে নেমে যান যায়, অভিযুক্ত আগেও একাধিক অপরাধের সঙ্গে যুক্ত ছিল। নিজের মাকে খুনের ১৪ বছর জেল খেটেছে সে। মাত্র তিন মাস আগেই জেল থেকে ছাড়া পায় সে। তার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছে।
৮ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন, চা বাগানের নিকাশি নালা থেকে উদ্ধার দেহ
Minor Assam girl raped and murdered at Dibrugarh tea garden https://t.co/xZDW7eCg7W
— India Today NE (@IndiaTodayNE) August 11, 2025