Dornier-228 Aircraft: HAL-এর থেকে ৬৬৭ কোটি টাকা দিয়ে ৬টি এয়ারক্রাফট কিনছে প্রতিরক্ষা মন্ত্রক
Photo Credits: ANI

নয়াদিল্লি: ভারতীয় বায়ু সেনার (Indian Air Force) ব্যবহারের জন্য হ্যাল (Hindustan Aeronautics Limited)-এর থেকে ৬৬৭ কোটি টাকা দিয়ে ৬টি ডর্নিয়ার-২২৮ এয়ারক্রাফট (Dornier-228 aircraft) কিনছে প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defence)। শুক্রবার এই বিষয়ে হিন্দুস্তান অ্যারোনেটিকস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সই করেছে (signed a contract) প্রতিরক্ষা মন্ত্রক।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, এই এয়ারক্রাফটগুলি ভারতীয় বায়ুসেনা ব্যবহার করবে রুট ট্রান্সপোর্ট রোল (Route Transport Role) ও যোগাযোগের কাজে (communication duties)। এর পাশাপাশি পরিবহনের কাজে নিযুক্ত বায়ু সেনার পাইলটদের প্রশিক্ষণও দেওয়া হবে। জানা গেছে, ওই ছটি এয়ারক্রাফটে অত্যাধুনিক জ্বালানি প্রযুক্তিতে তৈরি ইঞ্জিন ও পাঁচটি ব্লেডের কম্পোজিট প্রপেলার রয়েছে। এগুলির সাহায্যে উত্তর-পূর্ব ভারত ও দ্বীপের অল্প তৈরি বা ছোট রানওয়েতে থেকে স্বল্প দূরত্ব দৌড়েই আকাশে উড়তে সক্ষম এই এয়ারক্রাফটগুলি। এর ফলে অত্যন্ত প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলেও অভিযান চালানো যাবে।