কর্নেল সোফিয়া কুরেশি ও বিজয় শাহ (ছবিঃX)

নয়াদিল্লিঃ ভারত-পাক সংঘাতের (India Pakistan Tension) মাঝেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) কুরুচিকর আক্রমণের মুখে পড়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্রি (Vikram Misri)থেকে শুরু করে পহেলগাঁও জঙ্গিহানায় (Pahalgam Terror Attack) নিহত বিনয় নরওয়ালের স্ত্রী হিমাংশী নরওয়াল। এবার কুরুচিকর মন্তব্যের শিকার ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি। অপারেশন সিঁদুরের ভূয়সী প্রশংসা কর‍তে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন মধ্যপ্রদেশের আদিবাসী কল্যাণ মন্ত্রী কুমার বিজয় শাহ। এবার তার ব্যাখ্যা দিলেন মন্ত্রী।

কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে মন্ত্রী

এদিন মনপুর শহরে আয়োজিত সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি বলেন, "২২ এপ্রিল পহেলগাঁওয়ে যারা জঙ্গি হামলা চালায় তাদের জবাব দিতে প্রধানমন্ত্রী সেই একই সম্প্রদায়ের বোনকে পাঠিয়েছিলেন।" তিনি আরও বলেন, "নরেন্দ্র মোদী সমাজের জন্য লড়াই করেছেন। যারা হিন্দু নারীদের সিঁদুর কেড়ে নিয়েছিল তাদের শিক্ষা দেওয়া হয়েছে। এক্ষেত্রে মোদী 'ওই সম্প্রদায়'এর বোনদের পাঠিয়েছেন। তোমরা আমাদের বোনদের বিধবা করেছ, আমাদের বোনেরাও পারে তোমাদের পোশাক খুলে নিতে।" মন্ত্রীমশাইয়ের এই মন্তব্যকে ঘিরেই জনমানসে ক্ষোভ ছড়ায়। এরপরই পরিস্থিতি বেগতিক দেখে গোটা বিষয়টির ব্যাখ্যা করেন বিজয় শাহ। তিনি বলেন, "আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। ওরা (কর্নেল সোফিয়া কুরেশিরা) আমারই বোন। ওঁরা ভারতের সশস্ত্রবাহিনীর সঙ্গে একত্রে বীর বিক্রমে সংগ্রাম করেছেন। আমি অপমানজনক কিছু বলেনি ওঁকে। যদি আমার বক্তব্যের জেরে ক্ষোভ তৈরি হলে আমি ১০ বার ক্ষমা চাইতে রাজি।"

কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ছড়াতেই 'সাফাই' মন্ত্রী মশাইয়ের