শিবামোগ্গা, ১৫ মে: শ্রমিক স্পেশাল ট্রেন (Shramik Special Train) নিয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে কোন্দলের মধ্যেই পশ্চিমবঙ্গের বাসিন্দা কয়েকশো অভিবাসী শ্রমিক (Migrant Workers) কর্নাটকের শিবামোগ্গায় (Shivamogga) জেলা ম্যাজিস্ট্রেটের অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখালেন। অভিবাসী শ্রমিকদের দাবি, পশ্চিমবঙ্গ সরকারের তাদের জন্য ট্রেনের ব্যবস্থা করছে না। সেই কারণে তারা বাড়ি ফিরতে পারছে না।
সংবাদসংস্থা এএনআইকে এক শ্রমিক বলেন, “এখানে ১২০ জন আটকে পড়েছে। এখানকার সরকার বলছে মমতা ব্যানার্জি ট্রেন চালানোর বিষয়ে সবুজ সংকেত দিচ্ছেন না।" আরও পড়ুন: Special Trains For Stranded People: আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের ফেরাতে ১০৫টি ট্রেনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Karnataka: Scores of migrant workers from West Bengal today gathered outside District Magistrate's office in Shivamogga demanding West Bengal govt to provide them train. A worker says, "120 people are stranded here. Govt here is saying Mamta Banerjee is not giving green signal". pic.twitter.com/gXrPZ8s8Dl
— ANI (@ANI) May 15, 2020
গতকালই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইট করে জানান তাঁর সরকার আরও বেশ কয়েকটি রাজ্যে আটকা পড়া অভিবাসী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য ১০৫টি অতিরিক্ত বিশেষ ট্রেন চালাবে। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, "দেশের বিভিন্ন অঞ্চলে আটকে পড়া আমাদের সমস্ত লোকজন ও যারা বাংলায় ফিরে আসতে চায়, তাদের সহায়তা করার বিষয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল। আমি ঘোষণা করে খুশি হচ্ছি যে আমরা ১০৫টি অতিরিক্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি। আগামী দিনে এই বিশেষ ট্রেনগুলি আমাদের রাজ্যের বাসিন্দাদের ঘরে ফেরাবে। দেশের বিভিন্ন রাজ্য থেকে ট্রেনগুলি ছাড়বে ও রাজ্যের বিভিন্ন গন্তব্যে পৌঁছবে।"