প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

দুই নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে এবার গ্রেফতার এক অনুপ্রবেশকারী। গত সোমবার ঘটনাটি ঘটেছে পঞ্জাবের (Punjab) পাটিয়ালাতে কৃষ্ণা কলোনিতে। পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ধৃত ব্যক্তি একজন পাকিস্তানি অনুপ্রবেশকারী। ধৃত পরিচয় গোপন রেখে দীর্ঘদিন ধরে পঞ্জাবে দিনমজুরের কাজ করছিল। অবশেষে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধ্ পকসো ও বেআইনি অনুপ্রবেশের ধারা্য় মামলা রুজু হয়েছে। বুধবার তাঁকে আদালতেও পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

প্রতিবেশী নাবালিকাদের যৌন হেনস্থা

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ধৃত ব্যক্তি এদেশে রবিকান্ত নামে বসবাস করছিল। কয়েকদিন আগে এলাকার একটি বাড়িতে রংয়ের কাজ করছিল। সেই সময়ই সুযোগ বুঝে প্রতিবেশীর দুই মেয়ের মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে রবিকান্ত। মেয়েদের চিৎকার শুনে তাঁদের মা-বাবা ঘটনাস্থলে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। সেদিন রাতেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতাদের পরিবার।

জেরার মুখে স্বীকার করে আসল সত্য

এদিকে ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে নির্যাতিতা দুই নাবালিকাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে জেরা চলাকালিন পুলিশ জানতে পারে ধৃত ব্যক্তি এদেশের নাগরিকই নয়। গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।