শ্রীনগর, ১২ অগাস্ট: কাশ্মীরে (Jammu And Kashmir) এক পরিযায়ী শ্রমিককে (Migrant Labourer) গুলি করে হত্যা করল জঙ্গিরা (Terrorists)। গতকাল ভোররাতে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরার (Bandipora) সোদনারা সুম্বলে। নিহত পরিযায়ী শ্রমিক বিহারের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। তাঁর নাম মহম্মদ আমরেজ (Mohd Amrez)।
কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, বিহারের মাধেপুরা জেলার বেসারের বাসিন্দা আমরেজকে গুলি করে জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে বান্দিপোরার সোদনারা সুম্বল এলাকায়। আমরেজকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তাঁর মৃত্যু হয়। আরও পড়ুন: Gujarat: বাসের ধাক্কায় কয়েক ফুট উড়ে গিয়েও বরাত জোরে প্রাণ বাঁচল ৪ জনের, দেখুন ভিডিও
Around 12.20 am my brother woke me up & said that a firing has started. He (deceased) wasn't around, we thought he went to toilet. We went to check, saw him lying in a pool of blood & contacted security personnel. He was brought to Hajin & later referred but he died: His brother pic.twitter.com/3vFYSspvCa
— ANI (@ANI) August 12, 2022
বৃহস্পতিবার ভোররাতে রাজৌরির সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা করে জঙ্গিরা। গুলির লড়াই নিকেশ হয় ২ জঙ্গি। যদিও প্রাণ যায় ভারতীয় সেনার ৩ জওয়ানের। তাঁরা হলেন সুবেদার রাজেন্দ্র প্রসাদ, রাইফেলম্যান মনোজ কুমার ও রাইফেলম্যান লক্ষ্মণ ডি।