কয়েকমাস ধরেই ভিনরাজ্যে পরিযায়ী বাঙালি শ্রমিকদের ওপর হেনস্থার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলছে তৃণমূল। যদিও বিজেপির তরফে এই অভিযোগকে ভিত্তিহীন বলেই দাবি করে আসছিল। তবে এবার হাতেনাতে প্রমাণ দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো আপলোড করেছেন তিনি, যেখানে দেখা যাচ্ছে, এক মহিলা ও তাঁর শিশুকে বেধড়ক মারধর করার অভিযোগ তুলছে এক ব্যক্তি। তাঁর দাবি, দিল্লি পুলিশ তাঁদের ঘরে এসে ভাঙচুর চালিয়েছ। এমনকী রেয়াত করা হয়নি তাঁর শিশুকেও। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা কর্তৃপক্ষ।
শিশু, মহিলাকে মারধর
ভিডিয়োতে এক ব্যক্তি বলছে, দিল্লি পুলিশ তাঁদের এসে মারধর করেছে। ভাঙচুর করা হয়েছে ঘরের জিনিসত্রও। তাঁর স্ত্রী ও বাচ্চাকেও মারা হয়েছে। বাচ্চাটির কানে রক্তের দাগ ছিল। তাঁদের বাংলাদেশী সন্দেহে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই ভিডিয়োটি মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে আপলোড করে বলেন, “সাংঘাতিক সন্ত্রাস! দেখুন, দিল্লি পুলিশ মালদার চাঁচলের এক পরিযায়ী পরিবারের এক শিশু ও মা-কে কি নিষ্ঠুরভাবে মেরেছে! দেখুন, বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে একটি শিশুরও পরিত্রাণ নেই! দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে”?
দেখুন ভিডিয়ো
সাংঘাতিক সন্ত্রাস!!
দেখুন, দিল্লি পুলিশ মালদার চাঁচলের এক পরিযায়ী পরিবারের এক শিশু ও মা-কে কি নিষ্ঠুরভাবে মেরেছে!!
দেখুন, বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে একটি শিশুরও পরিত্রাণ নেই!!
দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে!? pic.twitter.com/L675OMXPZd
— Mamata Banerjee (@MamataOfficial) July 27, 2025
ভিনরাজ্যে বাঙালি হেনস্থা
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ভিনরাজ্যে অনুপ্রবেশকারী বাংলাদেশী বা রোহিঙ্গা সন্দেহে হেনস্থা করা হচ্ছে এই রাজ্যের মানুষদের। বিশেষ করে যাঁরা মালদা, মুর্শিদাবাদের মতো সীমান্ত লাগোয়া জেলার বাসিন্দা, তাঁদের ওপর অত্যাচার করা হচ্ছে। বাংলাদেশে পাঠানো হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।