Defence Minister Rajnath Singh (Photo: ANI)

নতুন দিল্লি, ৯ ডিসেম্বর: তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার ভেঙে (Mi-17V5 Helicopter Crash) মৃত্যু হয়েছে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (General Bipin Rawat ), তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ কপ্টারের ১৩ জন যাত্রীর। গুরুতর আহত হয়েছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং (Group Captain Varun Singh)। ওয়েলিংটনের মিলিটারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। আজ সংসদে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) জানান, বরুণ সিংয়ের অবস্থা সঙ্কটজনক, কিন্তু স্থিতিশীল। তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। তাকে বাঁচানোর জন্য সমস্ত প্রচেষ্টা করা হচ্ছে। সূত্র জানিয়েছে যে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের শরীর ৬০ শতাংশ পুড়ে গিয়েছে।

রাজনাথ সিং জানান, সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পূর্ণ সামরিক সম্মানের সঙ্গে করা হবে। অন্যান্য সামরিক কর্মীদেরও শেষকৃত্য যথাযথ সামরিক সম্মানের সঙ্গে সম্পন্ন হবে। জানা গিয়েছে, আজই বায়ুসেনার বিশেষ বিমানে জেনারেল রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকার দেহ দিল্লি আনা হবে। শুক্রবার তাঁদের শেষকৃত্য সম্পন্ন হবে। আরও পড়ুন: Tamil Nadu: হেলিকপ্টার ভেঙে মৃত্যু হওয়া ১৩ জনের দেহ নিয়ে আসা হল মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টারে

সংসদে তাঁর বিবৃতিতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্তের নেতৃত্ব দেবেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। তিনি যোগ করেছেন যে আইএএফ তদন্ত দল বুধবারই ওয়েলিংটনে পৌঁছেছে এবং ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।