নতুন দিল্লি, ১৯ অগাস্ট: জম্মু ও কাশ্মীর থেকে ১০০ কম্পানি আধাসামরিক বাহিনী (Paramilitary Forces) প্রত্যাহার করছে কেন্দ্রীয় সরকার। আজ জম্মু ও কাশ্মীরে বাহিনী মোতায়েন পর্যালোচনা করে স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। সেখানেই ১০০ কম্পানি বিভিন্ন আধাসামরিক বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বছরের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার। যার ফলে আর বিশেষ মর্যাদা সরে যায় কাশ্মীরের। এছাড়াও জম্মু ও কাশ্মীর রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। সেই কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। অনির্দিষ্টকালের জন্য লকডাউন জারি করা হয়। আরও পড়ুন: National Recruitment Agency: চাকরির পরীক্ষায় আসছে বদল, ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি গঠনে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
Ministry of Home Affairs has reviewed the deployment of paramilitary in #JammuAndKashmir and has decided to withdraw 100 companies of various para-military forces from the Union Territory. pic.twitter.com/HEcsaIkXQ3
— ANI (@ANI) August 19, 2020
আধাসামরিক বাহিনীর আন্ডারে মোট ৭টি বাহিনী রয়েছে। সেগুলি হল অসম রাইফেলস (AR), বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF), সিআইএসএফ (CISF), সিআরপিএফ (CRPF), আইটিবিপি (ITBP), এনএসজি (NSG) ও এসএসবি (SSB)।