আধাসামরিক বাহিনী (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১৯ অগাস্ট: জম্মু ও কাশ্মীর থেকে ১০০ কম্পানি আধাসামরিক বাহিনী (Paramilitary Forces) প্রত্যাহার করছে কেন্দ্রীয় সরকার। আজ জম্মু ও কাশ্মীরে বাহিনী মোতায়েন পর্যালোচনা করে স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। সেখানেই ১০০ কম্পানি বিভিন্ন আধাসামরিক বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত বছরের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার। যার ফলে আর বিশেষ মর্যাদা সরে যায় কাশ্মীরের। এছাড়াও জম্মু ও কাশ্মীর রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। সেই কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। অনির্দিষ্টকালের জন্য লকডাউন জারি করা হয়। আরও পড়ুন: National Recruitment Agency: চাকরির পরীক্ষায় আসছে বদল, ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি গঠনে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

আধাসামরিক বাহিনীর আন্ডারে মোট ৭টি বাহিনী রয়েছে। সেগুলি হল অসম রাইফেলস (AR), বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF), সিআইএসএফ (CISF), সিআরপিএফ (CRPF), আইটিবিপি (ITBP), এনএসজি (NSG) ও এসএসবি (SSB)।