Amrit Kalas Yatra 2023 Photo Credit: Twitter@DDBanglaNews

প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানে নিজের ভাবনা ও কাজ গোটা দেশের মানুষের সঙ্গে শেয়ার করেন প্রধানমন্ত্রী । সেরকমই গত ৩০ জুলাই রবিবার  'মন কি বাত' অনুষ্ঠানের ১০৩ তম পর্বে দেশের জন্য যাঁরা শহিদ হয়েছেন, স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে তাঁদের সম্মান জানানোর জন্য একটি প্রচার অভিযানের ঘোষণা করেছিলেন তিনি। সেই ক্যাম্পেনের নাম 'মেরি মাটি মেরা দেশ' (আমার মাটি আমার দেশ)। দেশকে স্বাধীন করার লক্ষ্যে যে সমস্ত বীর সন্তানরা আত্মবলিদান দিয়ে শহিদ হয়েছে তাঁদের সম্মান জানানো হবে এই ক্যাম্পেনের মাধ্যমে। এছাড়াও 'অমৃত কলস যাত্রা'-য় দেশের সব প্রান্তের মাটি সাড়ে সাত হাজার পাত্রে জড়ো করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।  সেই মাটি মিশিয়ে বসানো হবে গাছের চারা। ওয়ার মেমোরিয়ালের কাছে এই ভাবেই 'অমৃত ভাটিকা' গড়ে তোলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিজের ভাষণে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

সেই কর্মসূচীকে সামনে রেখে আজ বাংলার বিভিন্ন জেলা থেকে অমৃত কলস দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। কলকাতায় এই অমৃত কলস যাত্রার সূচনা হল আজ। রাজ্য বিজেপির তরফে কলেজ স্কোয়ার থেকে একটি পদযাত্রা করে সেই কলস নিয়ে আসা হয় ধর্মতলার ওয়াই চ্যানেলে। উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিনহা সহ প্রমুখ নেতারা ।

কলকাতা থেকে শুরু মেরি মাটি মেরা দেশ কর্মসূচির অন্তর্গত অমৃত কলস যাত্রা, অংশ নিলেন বিজেপি নেতৃবৃন্দ।#MeriMaatiMeraDesh #AmritKalashYatra #Kolkata #BJP #WestBengal pic.twitter.com/i4u583P3j8

বীরভূম থেকে অমৃত কলস যাত্রা

নদীয়া থেকে অমৃত কলস যাত্রা