নিট পরীক্ষায় জালিয়াতি নিয়ে উত্তাল গোটা দেশ। অন্যদিকে ইউজিসি-নেট কারছুপি প্রমাণ হতেই পরীক্ষার পরেরদিন বাতিলের ঘোষণা করা হয়। অন্যদিকে নিট পরীক্ষার্থীরা দিনের পর দিন দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষা বাতিলের দাবি জানালেও তা কর্ণপাত করছে না সরকার। এই অবস্থায় বৃহস্পতিবার সকালে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) বাসভবনের সামনে প্রতিবাদ করছেন এনএসইউআই-এর সমর্থকেরা। তাঁদের দাবি অবিলম্বে পরীক্ষা বাতিল করতে হবে এবং এই কারছুপির তদন্ত করতে হবে। প্রতিবাদীদের আটকানোর জন্য দিল্লিতে শিক্ষামন্ত্রীর বাসভবনে সামনে মোতায়েন ছিল পুলিশ। প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে অনেককে আটক করেন পুলিশ।
এদিকে এই জালিয়াতি নিয়ে প্রতিদিনই কোনও না কোনও বিতর্ক সামনে আসছে। এবার প্রশ্নপত্র ফাঁস নিয়ে চাঞ্চল্যকর স্বীকারোক্তি করেন গ্রেফতার হওয়া বিহারের এক পরিক্ষার্থী অনুরাগ যাদব। তিনি বলেন, তাঁর এক পিশেমশাই পরীক্ষার আগের দিন একটি প্রশ্নপত্র নিয়ে এসেছিলেন। সেটি দেখে উত্তর মুখস্থ করে গিয়েছিলেন অনুরাগ। আর পরীক্ষার দিন সেন্টারে প্রশ্নপত্র দেখে তাঁর চক্ষু চড়কগাছ হয়ে যায়। কারণ আগের দিনে প্রশ্নপত্রের হুবহু মিলে গিয়েছিল এটি। পরে জানা যায় প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল কমপক্ষে ৩০ লক্ষ টাকার বিনিময়ে।
VIDEO | #NEET Row: Members of NSUI (National Students' Union of India) protest outside the residence of Education Minister Dharmendra Pradhan in Delhi.
"Today, we are protesting against the irregularities and paper leak," says one of protesters. pic.twitter.com/5EFQOf6doK
— Press Trust of India (@PTI_News) June 20, 2024
এই ঘটনার পর অনুরাগের কাকাকেও গ্রেফতার করে পুুলিশ। অন্যদিকে আয়ুশ নামে আরেক পরীক্ষার্থীও জেরার মুখে একইরকম ঘটনার বর্ণনা দেয়। তাঁর বাবা অখিলেশ এই ঘটনায় জড়িত ছিলেন। পরবর্তীকালে তাঁকেও গ্রেফতার করে পুলিশ। সবমিলিয়ে একটা বিষয় পরিস্কার যে এই দুর্নীতি মূলত পরীক্ষার আগের দিন রাতেই হয়েছিল।