প্রতীকী ছবি (Photo Credits: X)

গুয়াহাটিঃ শনিবার সন্ধ্যায় মেঘালয়ের(Meghalaya) রি-ভোই জেলার একটি সিভিল হাসপাতালের(Civil Hospital) শৌচালয়ে(Toilet) সন্তান প্রসব করেন এক মহিলা। কিছুক্ষণ পর নংপোহ সিভিল হাসপাতালে শিশুটির(New Born) মৃত্যু হয় বলে খবর। জানা গিয়েছে,ওই মহিলার নাম মোনালিসা লাঙ্গী। মেঘালয়ের উমদেন দিওনের বাসিন্দা তিনি। শনিবার প্রসব যন্ত্রণা শুরু হলে তাঁকে উমদেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ভোর ৪ টে নাগাদ সেখান থেকে নংপোহ সিভিল হাসপাতালে(Nongpoh Civil Hospital) নিয়ে যাওয়া হয় তাঁকে। সন্ধ্যায় তীব্র প্রসব ব্যথা শুরু হয়। এরপর একাই শৌচালয়ে গিয়েছিলেন তিনি। সেখানেই শিশুর জন্ম দেন তিনি। তবে নবজাতকটিকে বাঁচানো যায়নি। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন মহিলার স্বামী রিচার্ড রিম্পিট। তিনি জানান,  শৌচালয়ের মধ্যেই প্রসব করেন তাঁর স্ত্রী। হাসপাতালের মধ্যে এত ডাক্তার, নার্স থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটে কী করে? প্রশ্ন তুলেছেন তিনি। যদিও রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

হাসপাতালের শৌচালয়ে সন্তান প্রসব মহিলার