উত্তর-পূর্ব ভারতের দুই রাজ্য মেঘালয় ও নাগাল্যান্ডে চলছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। মেঘালয় ও নাগাল্যান্ডের ৫৯টি করে বিধানসভা আসনে ভোটগ্রহণকে ঘিরে কড়া নিরাপত্তার মধ্য়ে চলছে ভোট। দুই রাজ্যেই ভোটকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উতসাহ দেখা যাচ্ছে। বুথের সামনে লম্বা লাইনও দেখা যাচ্ছে। মেঘালয় ও নাগাল্যান্ডে ৬০ আসনের বিধানসভা। কিন্তু মেঘালয়ে সোহিয়ং কেন্দ্রে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট পিছিয়ে যাওয়ায় ৫৯টি বিধানসভা আসনে ভোট হচ্ছে। আর নাগাল্যান্ডে আবার আকুলুতো কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থী জিতে যাওয়ায় ৫৯টি আসনে ভোটগ্রহণ চলছে।
মেঘালয়ে এবার চতুর্মুখি লড়াই। রাজ্যের ক্ষমতাসীন সাংমাদের এনপিপি-র সঙ্গে লড়াইয়ে বিজেপি, কংগ্রেসের সঙ্গে আছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসও। এনপিপি-র সঙ্গে জোটে না গিয়ে বিজেপি একাই ক্ষমতায় আসার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্য়োপাধ্যায় সেখানে চেষ্টা করছেন বাংলার বাইরে প্রথমবার তৃণমূল কংগ্রেসের সরকার গড়ার। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ কংগ্রেসের ২১জন যোগদানের পর খাতায় কলমে মেঘালয়ে তৃণমূলই প্রধান বিরোধী দল। আরও পড়ুন-ফতেপুর বেরি পুলিশ স্টেশনের বাইরে মোদি মর গ্যায়া স্লোগান আপ সমর্থকদের, দেখুন ভিডিয়ো
দেখুন শিলংয়ে ভোটচিত্র
Voting underway in Tura, Meghalaya@ECISVEEP#MeghalayaElections2023 pic.twitter.com/qu2ppGRiWc
— DD News (@DDNewslive) February 27, 2023
২০১৮ বিধানসভায় মেঘালয়ে বিজেপি মাত্র ২টি আসনে জিতেছিল। তবে এবার শিলংয়ে নরেন্দ্র মোদীর জনসভার পর বিজেপি একাই রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। এনপিপি-র হাত ছেড়ে বিজেপি এবার মেঘালয়ে ৬০টা আসনেই প্রার্থী দিয়েছে। অন্যদিকে, পিএ সাংমা-র ছেলে তথা মুখ্যমন্ত্রী কনরাড সাংমা রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া।
দেখুন নাগাল্যান্ডের ভোট কেমন চলছে
Voting in Nagaland on on 59 seats for the 60 seat Legislative Assembly. 183 candidates are in the fray@ECISVEEP#NagalandElections2023 pic.twitter.com/kKjH77WsYp
— DD News (@DDNewslive) February 27, 2023
নাগাল্যান্ডে ক্ষমতাসীন এনডিপিপি ও বিজেপি জোট এবার যথাক্রমে ৪০ ও ২০টি আসনে প্রার্থী দিয়েছে। গতবার বিজেপি নাগাল্যান্ডে ১২টি আসনে জিতেছিল। এবার ভোটের আগেই একটা আসনে বিজেপি ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছে। এনডিপিপি, বিজেপি জোটের বিরুদ্ধে লড়ছে নাগা পিপলস ফ্রন্ট ও কংগ্রেস। জোট গড়ে কংগ্রেস ২৩টি ও নাগা পিপলস ফ্রন্ট লড়ছে ২২টি-তে। নাগাল্যান্ডে এবার চারজন মহিলা প্রার্থী আছেন। এর আগে কখনও নাগাল্যান্ডে মহিলা বিধায়ক নির্বাচিত হননি।